সাইবার জালিয়াতি এবং সাইবার অপরাধের বিরুদ্ধে সুরক্ষার জন্য ইন্টারনেট ব্যবহারকারীদের সংবেদনশীল ও সংবেদনশীল করতে CERT-In( Indian Computer Emergency Response Team) শ(Cyber Jagrookta Diwas)' উদযাপন করছে।২০২২ সালের মে মাস থেকে প্রতি মাসের প্রথম বুধবার সচেতনতামূলক কর্মশালা, সেমিনার, বিতর্ক সেশন, কুইজ প্রতিযোগিতা, সর্বোত্তম অনুশীলনের মাধ্যমে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা তৈরি করতে MeitY (Ministry of Electronics and Information Technology) এবং এর সহযোগী সংস্থার কর্মকর্তাদের জন্য সাইবার সচেতনতা কেস স্টাডি ইত্যাদি করা হয়। এছাড়াও মোবাইলের সিম বদলের সময় দুই-ফ্যাক্টর নিরাপত্তার ত্রুটি কাজে লাগিয়ে ফোন অ্যাক্সেস করার জন্য ব্যবহারকারীর ফোন নম্বর ব্যবহার করে প্রতারকরা সিম সোয়াপ জালিয়াতি করতে পারে। সেই জালিয়াতি আটকানোর পদ্ধতিও জানিয়েছে তারা।
CERT-In is observing 'Cyber Jagrookta Diwas (CJD)' on 4th January 2023 to create awareness and sensitize Internet users on safeguarding against cyber frauds and cyber crimes.#Meity #digitalIndia #CyberSecurityAwareness #CyberJagrooktaDiwas #CJD #IndianCERT #CSK pic.twitter.com/KJFpBnii37
— CERT-In (@IndianCERT) January 4, 2023