সিলচর, ৯ মে, ২০১৯: সিলচর (Silchar)স্টেশনে সিলচর–তিরুঅনন্তপুর সুপার ফাস্ট এক্সপ্রেসের(Silchar-Tiruvanantapuram Express) তিনটি কামরা আগুন লেগে যায় রবিবার। ধোঁয়ায় ভরে যায় গোটা স্টেশন। ৭৬ ঘণ্টায় যাত্রাপথ পূর্ণ করে এই ট্রেন। মোট ৫৪ টি হল্ট স্টেশন অতিক্রম করে সুপার ফাস্ট এই ট্রেনটি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্যান্ট্রি কার থেকেই প্রথম আগুন (Fire)লাগে। তারপর সেটি মুহূর্তে প্যান্ট্রি সংলগ্ন তিনটি সংরক্ষিত কামরায় ছড়িয়ে পড়ে। প্লাটফর্মে অপেক্ষারত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিলচরের দমকলবাহিনী এবং SDRF–এর জওয়ানরা সেখানে পৌঁছে যান।আরও পড়ুন,IAFনিখোঁজ বিমানের খবর দিতে পারলে ৫ লাখ টাকা পুরস্কার, ঘোষণা করল IAF
প্যান্ট্রি কারে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হয় তাঁদের। বেশ কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ট্রেনে যাত্রী না থাকায় হতা হতের কোনও খবর পাওয়া যায়নি। তবে দূরপাল্লার এই ট্রেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।