Sidhu Moose Wala (Photo Credit: Instagram)

দিল্লি, ১৭ জুলাই: এবার বিস্ফোরক দাবি করল এনআইএ। জাতীয় তদন্তকারী সংস্থার দাবি, পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে খুন করতে যে অস্ত্র ব্যবহার করা হয়,তা পাকিস্তানের এক ব্যবসায়ীর কাছ থেকে আসে। গত বছর পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে খুন করতে পাক ব্যবসায়ীই অস্ত্রের যোগান দেয় বলে খবর মেলে এনআইএ সূত্রের তরফে। রিপোর্টে প্রকাশ, হামিদ নামে ওই পাক অস্ত্র ব্যবসায়ী বর্তমানে দুবাইয়ের বাসিন্দা। ২০২২ সালে শাহবাজ আনসারি নামে এক ব্যক্তিকে পাকড়াও করে এনআইএ। জেরার সময় শাহবাজ আনসারি সিধু মুসেওয়ালা খুনে পাক ব্যবসায়ী হামিদের অস্ত্র ব্যবহৃত হয় বলে দাবি করে।

জানা যায়, সিধু মুসেওয়ালাকে খুন করতে যে অস্ত্র পাক ব্যবসায়ীর কাছ থেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাতে এসে পৌঁছয়, তার মদ্যস্থতাকারী ছিল শাহবাজ আনসারি। শাহবাজকে জেরা করেই পাক ব্যবসায়ীর তথ্য সামনে আসে।