Shraddha Walker, Aftab Amin Poonawala (Photo Credit: File Photo)

দিল্লি, ১৭ নভেম্বর:  লিভ ইন পার্টনারকে খুনের পর আফতাব ১০ ঘণ্টা ধরে শ্রদ্ধার দেহ টুকরো করে। খুনের পরদিন ছুরি, ফ্রিজ কিনে ১০ ঘণ্টা ধরে শ্রদ্ধার দহ টুকরো করতে গিয়ে আফতাব আর কী করে? এমন প্রশ্নের উত্তরে যা সামনে আসে, তা শুনলে অবাক হয়ে যাবেন আপনিও। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, ১০ ঘণ্টা ধরে শ্রদ্ধার দেহ টুকরো করতে গিয়ে আফতাব যেমন বিয়ারে চুমুক দেয়, তেমনি একের পর এক সিগারেট ধরায়। সেই সঙ্গে ঠাণ্ডা মাথায় খাবারও অর্ডার করে আফতাব। ১০ ঘণ্টা ধরে শ্রদ্ধার দেহ টুকরো করেতে গিয়ে বিশ্রাম নিয়ে ধূমপান থেকে শুরু বিয়ারে চুমুক দিয়ে আরাম করে খাবারও খেয়ে নেয় আফতাব আমিন পুনাওয়ালা। শ্রদ্ধার দেহাংশ খণ্ড করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়লে ভাল করে হাত ধুয়ে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার করে আফতাব। এরপর নেটফ্লিক্স দেখতে দেখতে পেট ভরে খাবার খেয়ে আবার কাজ শুরু করে দেয় বলে পুলিশি জেরার মুখে স্বীকার করে অভিযুক্ত।

সূত্র অনুযায়ী, শ্রদ্ধাকে খুনের পর তাঁর দেহাংশ ফ্রিজে রাখার পর সব ঘরে চড়া সুগন্ধী ছড়ায় আফতাব। সেই সঙ্গে বিভিন্ন ধরে ধূপকাঠি যেমন জ্বালাতে দেখা যায় তাঁকে, তেমনি ঘর অত্যন্ত ঠাণ্ডা করে রাখে সে। প্রমাণ লোপাটের জন্য ছত্তরপুরের ফ্ল্যাটে কার্যত হিমশীতল করে রাখত আফতাব।

খুনের পর শ্রদ্ধার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল নিজেই ব্যবহার করতে আফতাব। কেউ যাতে তাকে সন্দেহ না করে, তার জন্য যাবতীয় ব্যবস্থা আফতাব পুনাওয়ালা করে রাখে। তারপরও শেষ রক্ষা হয়নি। শ্রদ্ধার বাবা বিকাশ ওয়ালকরের একের পর এক অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করতে গিয়ে উঠে আসে নারকীয় ঘটনা।