Shraddha Walkar, Aftab Ameen Poonawala (Photo Credit: File Photo)

দিল্লি, ১৬ নভেম্বর: শ্রদ্ধা ওয়ালকরের খুন নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছো গোটা দেশ। মেয়েকে খুঁজে না পেলে, প্রথমে শ্রদ্ধার পরিবার উত্তরপ্রদেশের মানিকপুর থানায় অভিযোগ দায়ের করে। এরপর মানিকপুর থানা থেকেও শ্রদ্ধার খোঁজ না মিললে, পরে আফতাবের বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর। শ্রদ্ধার প্রেমিক আফতাবের বিরুদ্ধে অফিযোগ দায়ের করা হলে, গত ৩ নভেম্বর অভিযুক্তকে পরপর থানায় ডাকা হয় এবং করা হয় জিজ্ঞাসাবাদ। ওই সময় শ্রদ্ধার সঙ্গে সে থাকে না বলে দাবি করে আফতাব। যদিও ওই ঘটনার পর থেকেই আফতাবের পরিবারের কোনও খোঁজ মিলছে না বলে জানানো হয় মানিকপুর থানার তরফে।

 

শ্রদ্ধা ওয়ালকরকে (Shraddha Walka) নৃশংসভাবে খুনের অভিযোগে পুলিশি হেফাজতে আফতাব আমিন পুনাওয়ালা। দিল্লির বহুজাতিক সংস্থা থেকে চাকরি ছেড়ে শ্রদ্ধা মুম্বইতে পাড়ি দেন শুধুমাত্র আফতাবের সঙ্গে থাকার জন্য। লিভ ইন করার সময়ই  শ্রদ্ধাকে খুন করে ফ্রিজের মধ্যে ভরে ফেলেন আফতাব। গত ১৮ মে শ্রদ্ধা খুনের পর গত শনিবার আফতাবকে গ্রেফতার করে পুলিশ। শ্রদ্ধা খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে গোটা দেশ কার্যত তোলপাড় হয়ে যায়। মেয়েকে খুনের অভিযোগে আফতাবকে মৃত্যুদণ্ড দেওয়া হোক বলে দাবি করেন শ্রদ্ধার বাবা বিকাশ ওয়ালকর।