মুম্বই, ১৮ নভেম্বর: শ্রদ্ধা ওয়ালকরকে (Shraddha Walker) খুনের ঘটনায় এবার মুখ খুললেন এক চিকিৎসক। ২০১৯ সালে আফতাব পুনাওয়ালার সঙ্গে সম্পর্কে জড়ানোর কয়েক মাস পর থেকে শ্রদ্ধার উপর অত্যাচর শুরু হয়। ২০২০ সালে শরীরে ক্ষত নিয়ে শ্রদ্ধা ওয়ালকরকে একবার হাসপাতালে ভর্তি হতে হয়। ওই সময় মুম্বইয়ের নালাসোপারার ওজন মাল্টিস্পেশালিটি হাসপাতালে হাজির হন শ্রদ্ধা ওয়ালকর। ওই সময় যে শ্রদ্ধার শরীরে বহু ক্ষত ছিল এমন নয়। তবে ওই সময় চিকিৎসকের কাছে গিয়ে শ্রদ্ধা জানান, তাঁর কাধে এবং কোমরে প্রচণ্ড ব্যাথা। এস পি শিন্ডে নামের ওই চিকিৎসক আরও জানান, ওই সময় আফতাবকে তিনি হাসপাতালে দেখেন কিন্তু শ্রদ্ধার বাড়ির কাউকে দেখেননি।
শ্রদ্ধার এক বন্ধু এ বিষয়ে জানান, আফতাবের সঙ্গে ওয়ালকর ২০১৮ সালে সম্পর্কে জড়ান। কিন্তু শ্রদ্ধা বন্ধুদেরও সে বিষয়ে কিছু জানাননি। ২০১৯ সালে শ্রদ্ধা আফতাবের সঙ্গে সম্পর্কের কথা বন্ধুদের সামনে প্রকাশ করেন। ফলে বন্ধুরা অনেকেই শ্রদ্ধার সঙ্গে আফতাবের সম্পর্কের কথা জানতেন না। শ্রদ্ধার সঙ্গে আফতাবের সম্পর্ক মেনে নিতে পারেননি মৃতের পরিবারও।
এসবের পাশাপাশি শ্রদ্ধার বন্ধুরা আরও জানান, আফতাবের অত্যাচার সহ্য করতে না পেরে ওয়ালকর বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেও নিস্তার পাননি। শ্রদ্ধা বাড়িতে না ফিরলে তিনি আত্মহত্যা করবেন বলে আফতাব বার বার হুমকি দিতে শুরু করেন। ফলে মারধর করা সত্ত্বেও শ্রদ্ধা আফতাবকে ছাড়তে পারেননি।