দিল্লি, ২২ নভেম্বর: আফতাব আমিন পুনাওয়ালার (Aftab Amin Poonawala) ছতরপুরের ফ্ল্যাটে মিলল রক্ত। আফতাবের বাথরুমে যে টাইলস বসানো, সেই ফাঁকে ফাঁকে মিলল রক্তের দাগ। মঙ্গলবার আফতাবের ছতরপুরের ফ্ল্যাটে ফের হানা দেয় দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের সঙ্গে ফরেন্সিক দলও আফতাবের ফ্ল্যাটে হাজির হয়। এরপর আফতাবের বাথরুমের টাইলসের ফাঁক থেকে রক্তের নমুনা উদ্ধার করে ফরেন্সিক দল। শ্রদ্ধাকে (Shraddha Walker) খুনের পর মৃতদেহ বাথরুমে নিয়ে যায় আফতাব। শাওয়ারের তলায় রেখে শ্রদ্ধার দেহাংশ নৃশংসভাবে টুকরো করে আফতাব। এমন তথ্য সামনে এসেছে সম্প্রতি। শ্রদ্ধার সঙ্গে যে নৃশংসতা ঘটায় আফতাব, তা বাথরুমের মধ্যেই। সেই কারণেই বাথরুম থেকে রক্তের নমুনা মেলে বলে মনে করা হচ্ছে ফরেন্সিক দলের তরফে।
এদিকে আরও ৪ দিন পুলিশি হেফাজতে থাকবে আফতাব পুনাওয়ালা। দিল্লির সাকেত কোর্টের তরফে আফতাবের আর ৪ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় মঙ্গলবার। শ্রদ্ধা খুনে একের পর এক হাঁড়হিম করা তথ্য সামনে আসায়, পুলিশি হেফাজতে আফতাবকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ৪ দিন পুলিশি হেফাজতে কাটানোর পর আফতাবকে আদালতে তোলা হবে বিশেষ শুনানির জন্য।