দিল্লি, ১৫ ডিসেম্বর: দিল্লির (Delhi) মেহেরৌলি জঙ্গল (Mehrauli Jungle) থেকে মিলল শ্রদ্ধা ওয়ালকরের ডিএনএ। মেহেরৌলি জঙ্গল থেকে ডিএনএ-র নমুনা নিয়ে পরীক্ষা করতে পাঠানো হয়েছে দিল্লি পুলিশের (Delhi Police) তরফে। মেহেরৌলি জঙ্গল থেকে যে নুমুনা সংগ্রহ করা হয়েছে, তা শ্রদ্ধা ওয়ালকরের (Shraddha Walkar) বাবা এবং ভাইয়ের সঙ্গে মেলে কি না, সেই পরীক্ষা করা হবে। গত ১৮ মে শ্রদ্ধা ওয়ালকরকে খুন করে তাঁর লিভ ইন পার্টনার আফতাব পুনাওয়ালা (Aftab Poonawala)। শ্রদ্ধার মৃত্যুর পর কয়েক মাস পার হয়ে গেলেও, সে বিষয়ে ঘুণাক্ষরেও কিছু জানতে পারেনি পুলিশ। শ্রদ্ধা ওয়ালকরের মৃত্যুর পর তাঁর বাবা যখন পুলিশের দ্বারস্থ হন একাধিকবার, তারপরই বিষয়টি প্রকাশ্যে আসে।
শ্রদ্ধা ওয়ালকরের মৃত্যু রহস্য প্রকাশ্যে আসার পর তা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে তোলপাড় হয়ে যায়। জানা যায়, শ্রদ্ধাকে খুন করে তাঁর শরীর ৩৫ টুকরো করে আফতাব পুনাওয়ালা তা ফ্রিজে ভরে রাখে। এরপর প্রতি রাতে ফ্রিজ থেকে শ্রদ্ধার দেহের টুকরো বের করে তা কাছের মেহেরৌলির জঙ্গলে ফেলে দিয়ে আসতে শুরু করে আফতাব।
এমনকী শ্রদ্ধার খুনের পর, তাঁর দেহাংশ আফতাব ফ্রিজে ভরে রাখলেও, তা কেউ টের পাননি। এমনকী, আফতাবের নয়া বান্ধবী পরপর দুবার ফ্ল্যাটে এলেও, তিনি অনুভবই করতে পারেননি, ফ্রিজে রয়েছে শ্রদ্ধার দেহাংশ।