বেঙ্গালুরু, ১৩ মার্চ: কর্ণাটকে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মৃত্যুর পর পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে দেশজুড়ে। যেকোনও জনসমাগমের উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। রাজ্যজুড়ে (Karnataka) জারি জরুরি অবস্থা। শপিং মল, মুভি থিয়েটার, পাব এবং যেকোনও ধরণের প্রদর্শনীর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার থেকে লাগু হতে চলেছে এই নয়া নিয়ম। রাজ্য সরকারের তরফে, ৪ পাতার একটি বিবৃতি পেশ করা হয়েছে। সেই বিবৃতিতেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, করোনাভাইরাস রুখতে সমস্ত ক্ষেত্রেই নেওয়া হবে কড়া পদক্ষেপ।
শুক্রবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শপিং মল, মুভি থিয়েটার, পাব তো বটেই। পাশাপাশি, নাইটক্লাব, সুইমিং পুল, যেকোনও খেলার গ্রাউন্ড, ক্লাব ইভেন্টস, সামার ক্যাম্প, স্পোর্টস ইভেন্ট, বিয়ে, কনফারেন্স এবং মিউজিক ফেস্টিভেলের উপরও জারি হয়েছে নিষেধাজ্ঞা। রেস্তোঁরায় বসে খাওয়ার ব্যবস্থাও বন্ধ করে দেওয়া হয়েছে। চলবে হোম ডেলিভারি। কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতেও আগামী ৭ দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্যজুড়ে সবকটি স্কুল ইতিমধ্যেই ছুটি ঘোষণা করা হয়েছে। পরীক্ষার তারিখ পিছনো হবে কিনা, সেটি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আরও পড়ুন: Mamata Banerjee: 'ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিকেও মুক্তি দেওয়া হোক', দাবি মমতার