Smart Phone (Photo Credit: Pixabay)

হায়দরাবাদ, ৯ ফেব্রুয়ারি: আপনি কি অন্ধকারে মোবাইল (Mobile)  ব্যবহার করেন হরদম? তাহলে এবার সাবধান হওয়ার সময় এসেছে। অন্ধকারের মধ্যে এক নাগাড়ে মোবাইল ফোন ব্যবহারের ফলে এবার দৃষ্টিশক্তি হারালেন হায়দরাবাদের (Hyderabad) এক মহিলা। বছর ৩০-এর ওই মহিলা মোবাইলে এতটাই আসক্ত যে ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে সোশ্যাল মিডিয়া নিয়ে ঘাটাঘাটি করতেন। তার জেরেই ওই মহিলা দৃষ্টিশক্তি হারান। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এমনই এক বিস্ময়কর ঘটনার বিবরণ দেন ডক্টর সুধীর নামে এক নিউরোলজিস্ট। হায়দরাবাদের ওই চিকিৎসক জানান, বছর ৩০-এর ওই তরুণী অন্ধকার ঘরের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা ধরে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতেন। তার জেরেই তিনি নিজের দৃষ্টিশক্তি হারান।

ডক্টর সুধীর জানান, ওই তরুণী যখন তাঁর কাছে আসেন তখন একাধিক উপসর্গের কথা জানান তাঁকে। এরপর ওই তরুণীর চোখের একাধিক পরীক্ষানীরিক্ষা করা হয়। এরপরই প্রকাশ্যে আসে বছর ৩০-এর ওই তরুণী অন্ধকারের মধ্যে দীর্ঘক্ষণ মোবাইল ফোন ঘাটাঘাটি করার জেরেই দৃষ্টিশক্তি হারিয়েছেন। গত দেড় বছর ধরে হায়দরাবাদের ওই তরুণী অন্ধকার ঘরে টানা মোবাইল ফোন ঘাটাঘাটি করতেন বলে খবর।