ক দিন আগেও বরফ পড়ছিল, চলছিল ব্যাপক তুষারপাত, রেকর্ড শৈতপ্রবাহে কাঁপছিল মানুষ। কিন্তু দিন কয়েকের মধ্যেই হিমাচলপ্রদেশের শৈল-জেলা সিমলায় বদলে গেল আবহাওয়ার পরিস্থিতি। গতকাল, শনিবার সিমলা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি। স্বাভাবিকের থেকে যা অনেকটাই বেশী। যেখানে ক দিন আগেও সেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে ছিল। সিমলার তুষার ঝড়, বরফের ছবি, ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল। যা উপভোগ করতে সেখানে হাজির হয়েছিলেন রেকর্ড সংখ্যক পর্যটক।
কিন্তু সেই সিমলায় এখন রীতিমত গরম। সিমলায় এতটা গরম এর আগে পড়েছিল, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি। আট বছর আগের সেই দিন সিমলায় তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি। এবার সেখানে তাপমাত্রা সেদিনের থেকেও .২ ডিগ্রি বেশী। বরফ দেখতে আসার আশায় পর্যকটরা এখন হোটেলে কম্বল তো দূরের কথা, চাদরও ব্যবহার করতে পারছেন না।
দেখুন টুইট
Himachal Pradesh | Shimla City recorded the highest minimum temperature of 14.4°C yesterday breaking the previous record of 14.2°C on 23rd February 2015: IMD pic.twitter.com/VJxm16ZXBv
— ANI (@ANI) February 19, 2023
আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় অবাক স্থানীয়রা। ক দিন আগে যেখানে বরফের স্তুপ জমেছিল, সেখানেই দিনের বেলায় চড়া রোদে ছায়া খুঁজছেন মানুষ। জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝার কারণেই সিমলা সহ হিমাচলপ্রদেশের বেশ কিছু জেলায় তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে।