
কলকাতা, ৫ জুন: শর্মিষ্ঠা পানোলির (Sharmishta Panoli) অন্তবর্তী জামিন নমঞ্জুর করল আদালত। ৫ জুন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court ) তরফে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা আইনের ছাত্রী শর্মিষ্ঠা পানোলির জামিন মঞ্জুর করা হয়। সম্প্রতি শর্মিষ্ঠা পানোলি নামে পুণের এক আইনের ছাত্রীকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ঘৃণা ছড়ানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। অপারেশন সিঁদূর নিয়ে বলিউড অভিনেতাদের একাংশ কেন কোনও মন্তব্য করছেন না, তা নিয়ে প্রশ্ন তোলেন শর্মিষ্ঠা। এরপরই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কয়েকটি পোস্ট দেখা যায়। যা সমাজে ঘৃণা ছড়ানোয় উসকানি দেয় বলে অভিযোগ তোলা হয় সমাজের বিভিন্ন মহল থেকে।
এরপরই শর্মিষ্ঠার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন আসাদউদ্দিন ওবেইসি-সহ আরও অনেকে। যার জেরে গ্রেফতার করা হয় ওই আইনের ছাত্রীকে। কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে শর্মিষ্ঠা পানোলিকে গ্রেফতার করা হয়। শর্মিষ্ঠার গ্রেফতারি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। এরপর শর্মিষ্ঠা পানোলির গ্রেফতারি নিয়ে বিবৃতি প্রকাশ করতে দেখা যায় কলকাতা পুলিশকেও। ঘৃণা ছড়ানোর অভিযোগেই ওই আইনের ছাত্রীকে গ্রেফতার করা হয় বলে জানায় কলকাতা পুলিশ।
শর্মিষ্ঠার অন্তবর্তী জামিন মঞ্জুর করা হল...
Cal HC grants interim bail to influencer Sharmistha Panoli, arrested for allegedly posting video on social media with communal comments
— Press Trust of India (@PTI_News) June 5, 2025
শর্মিষ্ঠাকে নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় জোর তরজা শুরু হয়, সেই সময় তাঁর সমর্থনে মুখ খোলেন এক ডাচ সাংসদ। এমনকী ভারতের বাক স্বাধীনতা নিয়ে প্রশ্নও তোলেন তিনি। পাশাপাশি শর্মিষ্ঠা পানোলির বিষয়টি যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখেন, সে বিষয়েও ওই ডাচ সাংসদের তরফে আবেদন জানানো হয়।