সুপ্রিম কোর্ট (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ৭ ফেব্রুয়ারি: দিল্লির বিধানসভা নির্বাচনে (Delhi Elections 2020) যাতে কোনওরকম প্রভাব না পড়ে, সেজন্য শাহীনবাগ থেকে প্রতিবাদীদের সরানোর আবেদন জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সেই সঙ্গেই শুনানিও পিছিয়ে দেওয়া হল। জানান হল দিল্লিতে ভোটের পর আগামী সোমবার এই মামলার শুনানি হবে।

দিল্লির প্রাক্তন বিজেপি সাংসদ নন্দ কিশোর চলতি সপ্তাহের শুরুতে এই আবেদন জানিয়েছিলেন। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দিল্লির শাহীনবাগে প্রায় ২০০জনেরও বেশি মহিলা এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দিল্লির প্রবল ঠান্ডা উপেক্ষা করেও এখানেই অবস্থান বিক্ষোভে করে চলেছেন তাঁরা। সিএএ বিরোধী আন্দোলনে গোটা দেশের মুখ হয়ে দাঁড়িয়েছে শাহীনবাগ। এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের সরাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দিল্লির প্রাক্তন বিজেপি সাংসদ নন্দ কিশোর। সুপ্রিম কোর্টের বিচারপতি এসকে কউল এবং বিচারপতি কেএম জোসেফের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ শুনানি সোমবার পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। শুনানি পিছিয়ে গেলে তার আগে দিল্লির নির্বাচন হয়ে যাবে বলে জানান নন্দ কিশোর। সেই কারণেই শুনানি পিছিয়ে দেওয়া হচ্ছে বলে স্পষ্ট করে উল্লেখ করেন দুই বিচারপতি। আরও পড়ুন: Shaheen Bagh: শাহীনবাগ অবস্থান বিক্ষোভে গুলি চালানো ব্যক্তির আম আদমি পার্টির সদস্য বলে দাবি, জানাল দিল্লি পুলিশ

উল্লেখ্য, দিল্লি বিধানসভা নির্বাচনের (Delhi Assembly Election) আগে জোরালো ঝড় রাজধানীতে। শাহীনবাগে (Shaheen Bagh) প্রতিবাদকারীদের ওপর গুলি চালানোয় আটক ব্যক্তির দাবি তিনি 'আপ'-এর সদস্য (AAP Member)। ব্যক্তির নাম কপিল গুজ্জর। বয়স ২৫। শনিবার শাহীনবাগে পুলিশ ব্যারিকেডের সামনে 'জয় শ্রী রাম' স্লোগান তুলে গুলি চালাতে থাকে ওই ব্যক্তি। ক্রাইম ব্রাঞ্চ পুলিশ জানায়, ওই ব্যক্তি নিজেকে আম আদমি পার্টির সদস্য বলে জানিয়েছেন।