কপিল গুজ্জর (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ৫ ফেব্রুয়ারি: দিল্লি বিধানসভা নির্বাচনের (Delhi Assembly Election) আগে জোরালো ঝড়। শাহীনবাগে (Shaheen Bagh) প্রতিবাদকারীদের ওপর গুলি চালানোয় আটক ব্যক্তির দাবি তিনি আপ-র সদস্য (AAP Member)। ব্যক্তির নাম কপিল গুজ্জর, বয়স ২৫। শনিবার শাহীনবাগে পুলিশ ব্যারিকেডের সামনে 'জয় শ্রী রাম' স্লোগান তুলে গুলি চালাতে থাকে ওই ব্যক্তি। ক্রাইম ব্রাঞ্চ পুলিশ জানায়, ওই ব্যক্তি আম আদমি পার্টির সদস্য বলে জানিয়েছেন। কপিল গুজ্জর (Kapil Gujjar) নামে ওই ব্যক্তি সেদিন দু থেকে তিনবার শূন্যে গুলি চালায়। কয়েক হাত দূরেই ছিল প্রতিবাদরত মহিলা এবং তাদের ছোট ছোট সন্তানেরা। গুলি চালানোর সময় চিৎকার সে স্লোগান তুলেছিল,"আমাদের দেশে শুধু হিন্দুরাই রাজ করবে আর কেউ নয়।"

পুলিশের কাছে ওই ব্যক্তি মোবাইলফোনে একটি ছবি দেখায়। যেখানে তিনি আর তার বাবা বছরখানেক আগেই আপে যোগদান করার দাবি করেন। এমনকি আপের দুই বরিষ্ঠ নেতা অতিশি এবং সঞ্জয় সিংয়ের সঙ্গেও ছবি রয়েছে দেখিয়েছে। সিএএ নিয়ে শাহীনবাগের অবস্থান বিক্ষোভ চলছে প্রায় ৫০ দিন অতিক্রম করতে চলল। আর তিনদিন পর দিল্লিতে বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে এইধরণের ঘটনা রাজনীতিতে ঝড় তুলে দিতে পারে। আরও পড়ুন, দেশজুড়ে এখনও লাগু হচ্ছে না NRC, লোকসভায় জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই

বিজেপি (BJP) বারবার দাবি করেছে আমি আদমি পার্টি বিক্ষোভকারীদের ইচ্ছে করে তাতাচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আবার বলেছেন,"অরবিন্দ কেজরিওয়াল আতঙ্কবাদীদের বিরিয়ানি খাচ্ছেন"। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেদকর কেজরিওয়ালকে 'জঙ্গি' বলে মন্তব্য করেছিলেন। যারফলে নতুন বিতর্কের সৃষ্টি হয়। বিজেপির প্রধান জে পি নাড্ডার দাবি,"ভারত তথা গোটা দিল্লি আপের একটা নোংরা রাজনীতি দেখছে। রাজনীতির লক্ষ্যপূরণে তারা দেশের নিরাপত্তা বেচে দিয়েছে। যে তিনি দেশের সেনাবাহিনীদের নিন্দা করতেন এবং জঙ্গিদের পক্ষে কথা বলতেন। এখন তিনি সেই জঙ্গিদের সঙ্গে এক হয়ে এধরণের কার্যকলাপ করছে।"