Supreme Court Issues Notice To Shaheen Bagh Protests: 'অনির্দিষ্টকাল রাস্তা আটকে বিক্ষোভ দেখানো যায় না'... শাহীন বাগের প্রতিবাদকারীদের নোটিশ দিল সুপ্রিম কোর্ট
শাহীন বাগের প্রতিবাদকারীদের নোটিশ দিল সুপ্রিম কোর্ট (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১০ ফেব্রুয়ারি: শাহীনবাগের আন্দোলন (Shaheen Bagh Agitation) নিয়ে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সেখানে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, মানুষ প্রতিবাদ অবশ্যই করতে পারে। কিন্তু জনতার রাস্তা আটকে অনির্দিষ্টকাল ধরে আন্দোলন চলতে পারে না।

নাগরিকত্ব আইন, NRC ও NPR প্রতিবাদে দিল্লির শাহীনবাগে বিক্ষোভকারীদের অবস্থান বিক্ষোভ প্রায় দু'মাস হতে চলল। এই আন্দোনের ফলে ট্র্যাফিকের (Traffic) গতি শ্লথ হচ্ছে। সমস্যায় পড়ছেন মানুষ। এই মর্মে অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টে বিক্ষোভ সরিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল জনস্বার্থ মামলায়। যে মামলার শুনানির কথা ছিল আজ অর্থাৎ ১০ ফেব্রুয়ারি। সেই মত সোমবার শুনানিতে আদালত জানায়, 'প্রতিবাদ আন্দোলন দীর্ঘ সময় ধরে চলছে। জনসাধারণের এলাকায় অনির্দিষ্টকাল ধরে আন্দোলন চলতে পারে না। এ জন্য অবশ্যই কোনও জায়গা নির্দিষ্ট করে দেওয়া প্রয়োজন।' আরও পড়ুন: Shaheen Bagh Update: দিল্লি নির্বাচন মিটলে আগামী সোমবার শুনানি সুপ্রিম কোর্টে

শুক্রবারই আদালত জানিয়েছিল, দিল্লি নির্বাচনের (Delhi Assembly Elections 2020) পর সোমবার এ বিষয়ে দায়ের করা দুটি জনস্বার্থ মামলার শুনানি হবে। আদালত সমস্যার কথা মেনে নিয়ে এদিন বলে, 'সমস্যা যে হচ্ছে তা আমরা বুঝতে পারছি।' আদালত আরও বলেছে, 'আপনি কি একটা পাবলিক রুট আটকে রাখতে পারেন? একজন কোনওভাবেই পাবলিক রুট আটকে অন্যদের অসুবিধে সৃষ্টি করতে পারেন না।' তবে এখনই বিক্ষোভে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ায় আপত্তি জানায় আদালত। বিচারপতিরা বলেন, 'অন্যদের বক্তব্যও আমাদের শুনতে হবে।'