Boulders And Rocks In Uttarkashi National Highway (Photo Credit: ANI/X)

দেরাদুর, ৩০ জুন: উত্তরাখণ্ডে (Uttarakhand) একনাগাড়ে বৃষ্টি (Severe Rainfall Alert) শুরু হয়েছে। এক নাগাড়ে বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় ভূমিধ্বসও (Landslide) চোখে পড়তে শুরু করেছে। অতি বৃষ্টি এবং ভূমিধ্বসের জেরে উত্তরকাশির জাতীয় সড়কে এক অদ্ভুদ দৃশ্য চোখে পড়ে। যেখানে জাতীয় সড়ক জুড়ে পাথর পড়ে থাকতে দেখা যায়। ভূমিধ্বসের জেরে জাতীয় সড়কের উপর যখন পাথর পড়ে থাকতে দেখা যায়, তার জেরে আতঙ্ক ছড়ায়। উত্তরকাশির (Uttarkashi) ওই জাতীয় সড়কে এক নাগাড়ে বৃষ্টিরে জেরে যে কোনও সময় আবার নতুন করে ধ্বস নামতে পারে বলেই মনে করা হয়।

দেখুন সেই ভিডিয়ো যেখানে জাতীয় সড়কের উপর পাথর পড়ে থাকতে দেখা যায়...

 

এদিকে বৃষ্টি একটু ধরলে চারধাম (Char Dham Yatra) যাত্রা আবার নতুন করে শুরু হয়েছে বলে খবর। গত ২৪ ঘণ্টা ধরে চারধাম যাত্রা বন্ধ ছিল। ফলে যাত্রীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় প্রশাসনের তরফে। ২৪ ঘণ্টা ধরে চারধাম যাত্রা বন্ধ থাকার পর অবশেষে তা ফের নতুন করে শুরু হয়। অতিবৃষ্টির জেরে পরিস্থিতি কোনদিকে মোড় নেয়, সে বিষয়ে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকের তরফে।

রবিবার সিলাই বাঁধের কাছে মেঘভাঙা বৃষ্টি শুরু হয়। যে বৃষ্টির জেরে শুরু হয়ে যায় ভূমিধ্বসও। ফলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় চারধাম যাত্রা। যমুনোত্রী জাতীয় সড়ক থেকে ৪ কিলোমিটার দূরে এই মেঘভাঙা বৃষ্টি এবং ভূমিধ্বস শুরু হয়।