গভীর রাতে দিল্লিতে (Delhi) একটি হোটেলে ঘটল ডাকাতির ঘটনা। ধারালো অস্ত্র দেখিয়ে লুঠ করল ৫০ হাজার টাকা, দুটি দামি ফোন। অভিযোগ দায়ের করার পর শুরু হয় তদন্ত। অবশেষে শুক্রবার রাতে তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার হল ডাকাত দলের ৭ সদস্য। যার মধ্যে তিনজন ছিল নাবালক। সেই সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে খোয়া যাওয়ার টাকার একাংশ সহ একাধিক জিনিস। যদিও এই চক্রের কয়েকজন এখনও অধরা। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

হোটেল ডাকাতির ঘটনা

জানা যাচ্ছে, গত ২৮-২৯ মে-র রাত ৩টে ১৫ নাগাদ পঞ্জাবী বাগ থানায় খবর আসে যে নর্থ অ্যাভিনিউতে সইফরান গোল্ডেন হোটেলে ডাকাতি হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ডেলিভারি বয় সেজে কয়েকজন যুবক হোটেলে ঢোকে। তারপর হোটেলকর্মীদের ধারালো অস্ত্র দেখি ক্যাশবাক্স থেকে লুট করে ৫০ হাজার টাকা। সেই সঙ্গে দুটি ফোন। তারপর তাঁরা বাইকে করে চম্পট দেয়।

তল্লাশি অভিযান জারি রেখেছে পুলিশ

ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ৭ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাঁদের থেকে উদ্ধার হয়েছে লুট করা ৩৯ হাজার টাকা ও ফোন দুটি। এমনকী তাঁরা যে বাইকগুলি নিয়ে ডাকাতি করতে এসেছিল, সেগুলিও ছিল চুরি যাওয়া বাইক। ইতিমধ্যেই সেগুলি মধ্যে দুটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। বাকি বাইক ও অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।