প্রতীকী ছবি (Photo Credits: IANS)

চণ্ডিগড়, ১০ সেপ্টেম্বর: বিধানসভা নির্বাচনের আগে হরিয়ানা (Haryana) য় বড় ধাক্কা খেল বিজেপি (BJP)। গেরুয়া শিবিরে টিকিট নিয়ে কোন্দলের মাঝে প্রার্থী হয়েও সরে দাঁড়ালেন বিজেপি নেতা। কুরুক্ষেত্র জেলার পেহওয়া বিধানসভা কেন্দ্রের (Pehowa Assembly constituency) বিজেপি প্রার্থী কানওয়ালজিত সিং ( Kanwaljit Singh) টিকিট ফিরিয়ে জানিয়ে দিলেন, তিনি ভোট লড়তে চান না। স্থানীয় নেতৃত্বের অসহযোগিতার কারণেই তিনি ভোটের ময়দান থেকে সরে দাঁড়ালেন বলে জানা গিয়েছে। গতবার এই আসনে জিতেছিলেন বিজেপি-র হকি তারকা সন্দীপ সিং। মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি-র এলাকার এই পেহওয়া আসনে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে বেশ জলঘোলা হয়। শেষ পর্যন্ত কানওয়ালজিত সিং-কে প্রার্থী করায় স্থানীয় বিজেপির বেশ কয়েকজন নেতা বিদ্রোহ করেন।

তবে শুধু পেহওয়া আরও বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা পর হরিয়ানা বিজেপিতে অশান্তি শুরু হয়। চৌতালা আসনে বিধায়ক রণজিত সিং চৌতালেকে বিজেপি এবার টিকিট না দেওয়ায় তিনি দল ছেড়ে নির্দল হয়ে লড়ছেন। আরও পড়ুন-আত্মহত্যা করতে এসে রেললাইনেই ঘুমিয়ে পড়লেন তরুণী, তারপর যা হল

দেখুন টিকিট ফেরালেন বিজেপি প্রার্থী

কুরুক্ষেত্রে বিজেপি সাংসদ শিল্পপতি নবীন জিন্দালের মা সাবিত্রী জিন্দাল এবার ভোটে লড়তে মরিয়া ছিলেন। কিন্তু কুরুক্ষেত্র বিধানসভায় সাবিত্রী জিন্দালকে টিকিট না দিয়ে বিধায়ক কমল গুপ্তকেই প্রার্থী করে বিজেপি। সেই ক্ষোভে বিজেপির প্রভাবশালী সাংসদের মা নির্দল হয়ে ভোটে দাঁড়াচ্ছেন। প্রসঙ্গত, লোকসভা ভোটের মুখে কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়ে কুরুক্ষেত্রে পদ্ম প্রতীক পেয়ে লড়েন নবীন জিন্দাল। প্রসঙ্গত, আগামী ৫ অক্টোবর হরিয়ানায় এক দফায় রাজ্যের ৯০টি বিধানসভা আসনে প্রার্থী দিতে চলেছে। গত দশ বছর ধরে হরিয়ানায় বিজেপির সরকার আছে।