দিল্লি, ১৮ জানুয়ারি: এবার ফের অন্যরূপে দেখা গেল সীমা হায়দরকে (Seema Haider )। ২২ জানুয়ারি অযোধ্যায় (Ayodhya) রামলাল্লার (Ram Temple) প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে পাক গৃহবধূ সীমা হায়দরকে দেখা যায় সংশ্লিষ্ট দিনের আগে বিশেষ উদযাপন করতে। আইনজীবী এ পি সিংয়ের হাজিরায় সীমা হায়দর কার্যত রামলাল্লার প্রার্থনায় মগ্ন হয়ে ওঠেন। সেখানে এই পাক গৃহবধূকে হনুমান চালিশা বিলি করতেও দেখা যায়। ওই অনুষ্ঠানে 'জয় শ্রীরাম' ধ্বনি দিতেও দেখা যায় পাকিস্তানি গৃহবধূ সীমা হায়দরকে।
আরও পড়ুন: Seema Haider: পাকিস্তান গুপ্তচর সন্দেহে ভারত ছাড়ার নির্দেশ, এরই মাঝে প্রেমিককে নিয়ে নিখোঁজ সীমা
দেখুন ভিডিয়ো...
ब्रेकिंग-
राम भक्त बनी सीमा हैदर
वकील एपी सिंह भी मौजूद
श्री राम प्राण प्रतिष्ठा दिन को मनाया,
सीमा हैदर ने हनुमान चालीसा भी वितरण की
22 जनवरी को अयोध्या में ब्राजेगे भगवान श्री राम
जय श्री राम के लगाए सीमा हैदर ने नारे@bjputtarprades @CMOfficeUP @bjpswatisingh pic.twitter.com/eM4F0Stjnq
— Todaysamachar24 (@SagarSh41755211) January 17, 2024
প্রসঙ্গত সচিন মীনা নামে নয়ডার এক যুবকের সঙ্গে সম্পর্কের জেরে ভারতে প্রবেশ করেন সীমা হায়দর। নেপাল থেকে ভারতে প্রবেশ করেন তিনি। যা জানাজানি হতেই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। এরপর উত্তরপ্রদেশ পুলিশের এটিএসের তরফে সচিন মীনা এবং সীমা হায়দরকে আটক করা হয়। এই সীমা হায়দর এবং সচিন মীনাকে নিয়ে সম্প্রতি সিনেমা তৈরি করা হবে বলেও শোনা যায়।