পাটনা: রাজ্যের বিভিন্ন জায়গায় শিক্ষকদের পোস্টিং দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এই অভিযোগ জানিয়ে বৃহস্পতিবার বিহারের (Bihar) রাজধানী পাটনায় (Patna) বিক্ষোভ (protest) মিছিল করছিলেন বিজেপি নেতা-কর্মীরা (BJP workers)। বিধানসভার দিকে (Vidhan Sabha March) মিছিল নিয়ে যাচ্ছিলেন।
কিছুক্ষণ পরে তাঁদের আটকানোর চেষ্টা করতে গিয়ে তুমুল গণ্ডগোলে জড়িয়ে পড়লেন নিরাপত্তারক্ষী ও পুলিশ কর্মীরা (Security personnel)। যার জেরে রণক্ষেত্রে পরিণত হল পাটনার গান্ধী ময়দান (Gandhi Maidan) এলাকা।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Patna: Security personnel use several rounds of tear gas shells to disperse BJP workers protesting against Bihar govt pic.twitter.com/4zKcFh0TH7
— ANI (@ANI) July 13, 2023
সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজে পোস্ট হওয়া ভিডিয়োগুলিতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রথমে জল কামান (water cannons) নামিয়ে তাঁদের ছত্রভঙ্গ (disperse) করার চেষ্টা হয়। তাতে কাজ না হওয়ায় ছোঁড়া হয় টিয়ার গ্যাস (tear gas shells)। এর পাশাপাশি বিজেপি নেতা-কর্মীদের উপর পুলিশ কর্মীদের এলোপাথাড়ি লাঠিচার্জ (lathi charge) করতেও দেখা যায়।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Patna: Security personnel use water cannons and open lathi charge to disperse BJP workers protesting against Bihar govt on issue of the posting of teachers in the state pic.twitter.com/Vxp010wYDo
— ANI (@ANI) July 13, 2023
পালটা কোনও কোনও জায়গায় বিক্ষোভকারীরাও চড়াও হন পুলিশ কর্মীদের উপর। এর জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে বিহারের রাজধানী পাটনায়। গণ্ডগোলের জেরে যানজটেরও সৃষ্টি হয়েছিল শহরের বিভিন্ন জায়গায়। আরও পড়ুন: Fire breaks out at Galaxy Mall: গ্রেটার নয়ডার গ্যালাক্সি প্লাজায় ভয়াবহ আগুন, তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়ল মানুষ, দুর্ঘটনার ভিডিও দেখুন (ভিডিও দেখুন)
দেখুন ভিডিয়ো:
#WATCH | Patna: BJP workers hold Vidhan Sabha March against Bihar govt on issue of the posting of teachers in the state.
(Visuals from Gandhi Maidan) pic.twitter.com/4DatNuwNGH
— ANI (@ANI) July 13, 2023