প্রতীকী ছবি

নয়াদিল্লি, ১৩ নভেম্বর: কাশ্মীরে (Kashmir valley) ৩৮ জন পাকিস্তানি জঙ্গি (Pakistani Terrorist) সক্রিয় রয়েছে। নিরাপত্তা বাহিনী ওই পাকিস্তানি জঙ্গিদের ইতিমধ্যেই চিহ্নিত করেছে এবং খুব তাড়াতাড়ি এদের নিকেশ করতে অভিযানে নামা হবে। সূত্র জানিয়েছে যে ৩৮ জনের মধ্যে ২৭ জন লস্কর-ই-তইবা (Lashkar-e-Taiba) এবং ১১ জন জইশ-ই মহম্মদ (Jaish-e Mohammad) জঙ্গি গোষ্ঠীর সদস্য। তারা নিরাপত্তা বাহিনীর রাডারেই রয়েছে।

সূত্র আরও বলেছে যে এই জঙ্গিদের অবস্থান সম্পর্কিত তথ্য হাতে রয়েছে বাহিনীর। শ্রীনগর, পুলওয়ামা, বারামুল্লা, কুলগাম এবং উপত্যকার অন্যান্য অংশে ছড়িয়ে রয়েছে এরা। কয়েকজন জঙ্গি গভীর জঙ্গলেও লুকিয়ে থাকতে পারে। আরও পড়ুন: Indian Railways: ফিরছে টিকিটের পুরনো ভাড়া, যাত্রীদের চাপে শেষে 'বিশেষ' ট্রেন বাতিল রেলের

এই বছরের অক্টোবরে জম্মু ও কাশ্মীরে বেশ কয়েকজন সাধারণ নাগরিকদের হত্যা করেছে জঙ্গিরা। আর তার পরই নিরাপত্তা বাহিনীর কর্তারা একটি বিশেষ দল গঠন করে জঙ্গিদের নিকেশ করতে। নির্দিষ্ট নির্দেশ আসলেই অভিযানের নামা হবে। জঙ্গিদের প্রকৃত অবস্থান জানার জন্য স্থানীয় শ্রমিকদের কাছ থেকে তথ্য জোগাড় করা হচ্ছে। কাশ্মীর পুলিশ, সিআরপিএফ ও ভারতীয় সেনা এই বিষয় সমন্বয় রেখে কাজ করছে। নতুন এই টেরর মনিটর গ্রুপ (টিএমজি) অন্যান্য কেন্দ্রীয় সংস্থার সাথে সমন্বয় করে উপত্যকায় সন্ত্রাসবাদীদের নিকেশ করার জন্য অত্যন্ত কার্যকরী হয়েছে। উপত্যকায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযানের প্রধান অংশ হবে টিএমজি।