শ্রীনগর, ১৯ ফেব্রুয়ারি: নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিতেই জম্মু ও কাশ্মীরের পঞ্চায়েত নির্বাচন বাতিল করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তারপর একদিনও কাটল না ফের উপত্যকায় গুলির লড়াই বুধবার সাতসকালেই সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ নেতৃত্বে ঘিরে ফেলা হল জঙ্গির দলকে, চলল গুলি। সেনার গুলিতে তিন জঙ্গি নিকেশ হয়েছে। ঘটনাটি ঘটেছে পুলওয়ামার ত্রালে। হত তিন জঙ্গি হল রাজা উমর মকবুল ভাট, উজায়ের আমিন ভাট, জাঙ্গির রফিক ওয়ানি। এরা আলকায়দার কাশ্মীরি সংগঠন আনসার গাজওয়াত উল হিন্দের (AGH) সদস্য। কাশ্মীর পুলিশের তরফে দিলবাগ সিং জানিয়েছেন, এই আনসার গাজওয়াত উল হিন্দ উপত্যকা থেকে যে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়নি তার প্রমাণ এই জঙ্গিরা।
এখনও কাশ্মীরের বিভিন্ন জায়গায় গা-ঢাকা দিয়ে রয়েছে এই জঙ্গিদলের অনেক সদস্য। তারাই মাঝে মাঝে উদয় হয়ে হামলা চালাচ্ছে। পাঁচ মাস আগে দিলবাগ সিং বলেছিলেন, নিরাপত্তা কর্মীদের গুলিতে আলকায়দা জঙ্গি জাকির মুসা নিকেশ হয়েছে। সে-ও এই আনসার গাজওয়াত উল হিন্দেরই সদস্য ছিল। শুধু সদস্যই নয় এই জঙ্গি দলের মাথা ছিল মুসা। আরওপড়ুন-Jammu & Kashmir Panchayat Polls Postponed: নিরাপত্তার গেরো, পিছিয়ে গেল কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের পঞ্চায়েত ভোট
এদিকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর এই প্রথম জম্মু-কাশ্মীরে পঞ্চায়েত নির্বাচনের (Jammu & Kashmir Panchayat Polls) আয়োজন হচ্ছিল। কারণ গত বছরই জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন পাস হয়ে গিয়েছে। দুদিন আগে যখন প্রথম নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয় তখনই তিন সদস্যের সীমান্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির ল্ক্ষ্য ছিল উপত্যকায় যে ১০৭টি বিধানসভা আসন আছে তা বাড়িয়ে ১১৪ করা হবে। একদিকে নতুন কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করেছে জম্মু ও কাশ্মীর, তার পরে প্রথম পঞ্চায়েত ভোট। তাই তানিয়ে জল্পনা কিছু কম ছিল না। এমন পরিস্থিতিতেই কি না নিরাপত্তা নিয়ে সংশয়। তাই মঙ্গলবার পিছিয়ে গেল পঞ্চায়েতের উপনির্বাচন। মঙ্গলবার রাতে বিবৃতি দিয়ে উপত্যকায় ভোট পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) শৈলেন্দ্র কুমার।