ছত্তিশগড়ে এখনও অব্যাহত মাওবাদী নিকেশ অভিযান। চলতি সপ্তাহেই কুরেগোত্তালু পাহাড়ে বড়সড় অভিযান চালিয়ে খতম করা হয়েছিল ৩০ জনের বেশি মাওবাদী। তারপরেও বিভিন্ন জঙ্গল লাগোয়া এলাকায় অব্যাহত তল্লাশি অভিযান। রবিবার ছত্তিশগড়ের গড়িয়াবন্দ এলাকায় জেলা বাহিনী ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান চলছিল। মইনপুর এলাকায় গৌরমুন্ড (Gaurmund) গ্রামের জঙ্গলে তল্লাশি অভিযান চলার সময় উদ্ধার হল ১০ কেজি আইইডি বিস্ফোরক। জানা যাচ্ছে, মাওবাদীরা হামলা চালানোর জন্য ফাঁদ পেতেছিল। সেই পরিকল্পনাই ভেস্তে দিল জওয়ানরা।

উদ্ধার বিস্ফোরক

জানা যাচ্ছে, জঙ্গলের একটি রাস্তার বেশ কয়েকটি কুকার বোমা পুঁতে রেখেছিল জওয়ানরা। তবে রাস্তায় তার, কুকারের অংশ, ধাতব জিনিসপত্র ইত্যাদি দেখে সন্দেহ হয়। তারপরেই তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয় দুটি বিস্ফোরকভর্তি প্রেসার কুকার। সেগুলি উদ্ধার করে দেখা যায় দুটি কুকার মিলিয়ে মোট ১০ কেজি বিস্ফোরক রয়ে্ছে। বিস্ফোরকগুলি উদ্ধার করে সেটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।

দেখুন ভিডিয়ো

জারি রয়েছে তল্লাশি অভিযান

যদিও ঘটনাস্থল থেকে মাওবাদীদের আটক করা যায়নি। তবে এখনও ওই এলাকায় অভিযান শেষ করেনি যৌথ বাহিনী। ৬৫ ব্যাটালিয়ন সিআরপিএফের এফ কোম্পানির অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সুধীর কুমার বলেন, এই এলাকায় মাওবাদীদের আস্তানা রয়েছে। তাই আমরা এখনও অভিযান চালিয়ে যাচ্ছি।