Mata Vaishno Devi Shrine (Photo Credits: X)

শ্রীনগর, ১৮ মার্চঃ জম্মু কাশ্মীরের কাটরায় অবস্থিত মাতা বৈষ্ণো দেবীর মন্দির (Mata Vaishno Devi Shrine) ভক্তদের কাছে অন্যতম শ্রদ্ধেয় তীর্থস্থান। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন বৈষ্ণো দেবীর দর্শন নিতে। নিরাপত্তার বেড়াজালে মোড়া সেই মন্দিরে ঘটল নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা। বন্দুক হাতে মন্দির প্রাঙ্গণে ডুকে পড়লেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে।

আরও পড়ুনঃ মাতা বৈষ্ণো দেবী দর্শনে গিয়ে হোটেলে মদ-মাংসের পার্টি, ছবি শেয়ার করতেই ওরি-সহ সাতজনের বিরুদ্ধে FIR

পুলিশি নিরাপত্তায় ফাঁকি দিয়ে বন্দুক নিয়ে ওই মহিলা সোজা ঢুকে পড়েন মাতা বৈষ্ণো দেবীর মন্দির ভবনে। রিয়াসি পুলিশের (Reasi Police) হাতে গ্রেফতার হন ওই মহিলা। জব্দ করা হয়েছে তাঁর অস্ত্রটি। পুলিশ জানাচ্ছে, গ্রেফতার হওয়া মহিলার নাম জ্যোতি গুপ্ত। তাঁর পিস্তলের লাইসেন্সের মেয়াদ পার হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ওই মহিলা দিল্লি পুলিশে কর্মরত। কিন্তু পরে খোঁজখবর নিয়ে রিয়াসি পুলিশ স্পষ্ট করেছে, গ্রেফতার হওয়া মহিলার সঙ্গে দিল্লি পুলিশের কোন যোগ নেই।

তাহলে ওই মহিলার আসল পরিচয় কী? কী উদ্দেশ্য নিয়ে তিনি বন্দুক হাতে বৈষ্ণো দেবীর মন্দিরে প্রবেশ করেছিলেন? ঘনাচ্ছে রহস্য। সমাধানের চেষ্টা চালাচ্ছে রিয়াসি পুলিশ। বিভিন্ন মহল থেকে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।