ওয়েনাড়, ৩ অগাস্টঃ শনিবার পঞ্চম দিনেও জারি ধসে বিধ্বস্ত ওয়েনাড়ে উদ্ধারকাজ। জাতীয় এবং রাজ্য মোকাবিলা বাহিনীর পাশাপাশি সিআরপিএফ জওয়ানদের উদ্ধারকাজে নামানো হয়। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, বৃষ্টি এবং ধস কবলিত ওয়েনাড়ে প্রাণ হারিয়েছে ৩০৮ জন। মৃতদেহ ছাড়াও উদ্ধার হয়েছে একাধিক দেহাংশ। ধ্বংসস্তূপ থেকে বাকি দেহাংশ শনাক্ত করার জন্যে আনা হয়েছে পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে ড্রোন। ধসে বিচ্ছিন্ন এবং নিশ্চিহ্ন হয়ে যাওয়া চূড়ালমালা এবং মুন্ডাক্কাই গ্রামে পৌঁছে উদ্ধারকাজ চালানোর জন্যে সেনার দল বানায় বেইলি ব্রিজ। একটানা বৃষ্টিতে পার্বত্য এলাকা থেকে কাদামাটি, পাথরের চাঁই ধেয়ে এসে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে চূড়ালমালা, মুন্ডাক্কাই, অট্টামালা সহ ওয়েনাড়ের কয়েকটি গ্রাম।
শুক্রবার ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) ধস কবলিত এলাকা পরিদর্শনে যান। ঘুরে দেখেন ধসে বিপর্যস্ত এলাকাগুলো। যান হাসপাতাল এবং ত্রাণ শিবির গুলোতে। আহতদের সঙ্গে দেখা করেন। এদিন লোকসভার বিরোধী দলনেতা ঘোষণা করেন, ওয়েনাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্ত হওয়া ১০০-র বেশি পরিবারকে ঘর বানিয়ে দেবে কংগ্রেস। এদিন রাহুলের সঙ্গে গিয়েছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী (যিনি ওয়েনাড় উপনির্বাচনের সম্ভাব্য কংগ্রেস প্রার্থী)।
পঞ্চম দিনেও চলছে ওয়েনাড়ের উদ্ধারকাজ...
#WATCH | Kerala: Search and rescue operations in landslide-affected areas in Wayanad entered 5th day today. The death toll stands at 308.
Drone visuals from Bailey Bridge, Chooralmala area of Wayanad. pic.twitter.com/OQ7GpKvwND
— ANI (@ANI) August 3, 2024
বৃহস্পতিবারও বৃষ্টি মাথায় নিয়ে গায়ে বর্ষাতি চাপিয়ে ওয়েনাড়ের ভূমিধসে বিধ্বস্ত এলাকা গুলো ঘুরে দেখেন রাহুল-প্রিয়াঙ্কা। বিপর্যয়ের এমন দৃশ্য দেখে কার্যত অবেগপ্রবণ হয়ে পড়েন রাহুল। ওয়েনাড়ের বিপর্যয়কে তাঁর পিতৃ শোকের চেয়েও বড় বলে ব্যাখা করেন রায়বরেলির সাংসদ।