Supreme Court On Ration Card Cancellation: '৩ কোটি রেশন কার্ড বাতিল গুরুতর বিষয়', কেন্দ্র ও রাজ্যগুলিকে নোটিশ সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্ট (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১৭ মার্চ: আধারের সঙ্গে লিঙ্ক না করায় ৩ কোটি রেশন কার্ড ( Ration Cards) বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। আজ সুপ্রিম কোর্ট (Supreme Court) এই রেশন কার্ড বাতিল করাকে অত্যন্ত গুরুতর বলে অভিহিত করেছে এবং এ বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং সমস্ত রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে। প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এ এস বোপান্না ও বিচারপতি ভি রামসুব্রাহ্মণিয়ামের বেঞ্চ বলেছে যে এই বিষয়টিকে অত্যন্ত গুরুতর বিষয়, হালকা ভাবে বিবেচনা করা উচিত নয়।

২০১৮ সালের ২৮ সেপ্টেম্বরে ঝাড়খণ্ডের সিমদেগা জেলায় এক ১১ বছরের নাবালিকার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, খেতে না পেয়ে মারা গেছে মেয়েটি। আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড সংযুক্ত না থাকায় ২০১৭ সাল থেকে রেশন সামগ্রী পেত না ওই দলিত পরিবার। আধারের সঙ্গে লিঙ্ক থাকা বৈধ আধার কার্ড না থাকার কারণে রেশন সামগ্রী না পেয়ে বহু মানুষ অনাহারে মারা গেছেন, এই অভিযোগে শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। গত ডিসেম্বর মাসে সব রাজ্যের থেকে জবাব চেয়ে পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকারের বক্তব্য ছিল, অনাহারে কেউ মারা যাননি। আর বৈধ আধার কার্ড না থাকায় রেশন সামগ্রী দেওয়া হয়নি, সেই অভিযোগও খারিজ করে দিয়েছিল কেন্দ্র। আজ মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, "আমরা সমস্যাটি সম্পর্কে ওয়াকিবহাল। আমি বম্বে হাইকোর্টে এই ধরনের বিষয়টি নিয়েছি এবং আমি মনে করি যে এই বিষয়টি সংশ্লিষ্ট হাইকোর্টে দায়ের করা উচিত।" আরও পড়ুন: TMC Manifesto Highlights: প্রকাশ হল তৃণমূল কংগ্রেসের ইশতেহার, দেখুন কী কী প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

যদিও আবেদনকারী কইলি দেবীর আইনজীবী কোলিন গনসালভেস বলেন, প্রায় তিন কোটি রেশন কার্ড বাতিলের প্রসঙ্গ ওঠায় বিষয়টিতে অন্য মাত্রা জুড়েছে। গনসালভেস তাঁর যুক্তিতে অবিচল ছিলেন যে কেন্দ্র প্রায় তিন কোটি রেশন কার্ড বাতিল করেছে বলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরই পরবর্তী শুনানির প্রতিশ্রুতি দিয়েছে বোবদে নেতৃত্বাধীন ওই বেঞ্চ। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, "‌যেহেতু গোটা বিষয়টি সঙ্গে আধার কার্ড জড়িয়ে গিয়েছে, তাই সেক্ষেত্রে কেন্দ্রের অবস্থান জানা জরুরি। চার সপ্তাহের মধ্যে জবাব দিক সরকার।" যদিও অতিরিক্ত সলিসিটার জেনারেল আমান লেখি বলেছেন, মিস্টার গনসালভেসের দেওয়া তথ্য ভুল যে কেন্দ্রীয় সরকার রেশন কার্ড বাতিল করেছে। জবাবে বেঞ্চ বলে, "আধার ইশুতে আমরা আপনাকে (কেন্দ্রীয় সরকার) জবাব দিতে বলছি। এটি কোনও বিরোধী মামলা নয়। আমরা শেষ পর্যন্ত এটি শুনব। চার সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দিতে হবে।"