Nuh (Photo Credit: ANI/Twitter)

হরিয়ানার নুহ-তে হিংসার মূল ঘটনা ১২ দিন অতিক্রান্ত। এরপরেও নুহ-কে নিয়ে পুরোপুরি চিন্তা যাচ্ছে না প্রশাসনের। নুহতে রাতে কার্ফু জারি থাকলেও, সকাল ৭টা থেকে দুপুর ৩টে পর্যন্ত কার্ফু শিথিল হচ্ছে। নুহ-কে স্বাভাবিক করে আনার চেষ্টায় সেখানে ব্যাঙ্ক পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা হল। তবে পুরো সময়ের জন্য নয়, নুহতে পাঁচ ঘণ্টার জন্য ব্য়াঙ্ক খোলা থাকছে। খুলছে স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও। বেশ কিছু জায়গায় এটিএমও খুলছে।

গত ৩১ জুলাই একটি ধর্মীয় শোভাযাত্রা থেকে পাথর ছোড়াকে কেন্দ্র করে উত্তেজনার জল বহু দূর গড়ায়। আরও পড়ুন-জন্মদিনের চিঠিতে জ্যাকলিনকে 'ভালোবাসা' উজাড় করে দিলেন জেলবন্দি সুকেশ

দেখুন টুইট

নুহতে ইন্টারনেট, এসএসএস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। নুহ হিংসা ৬ জনের মৃত্যু হয়। সেখানে হামলার পর বুলডোজার চালিয়ে ঘর ভাঙা হয় প্রশাসনের তরফ থেকে।