
নয়াদিল্লিঃ অপারেশন সিঁদুরের (Operation Sindoor)পর থেকেই উত্তেজনার পারদ চড়েছে। ঘাত-প্রত্যাঘাতের আগুনে আতঙ্ক ছড়ায় সীমান্তবর্তী (Border) এলাকায়। এই অবস্থায় জম্মু কাশ্মীর (Jammu Kashmir), পঞ্জাব (Punjab), অমৃতসরে (Amritsar) সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পঞ্জাবের শিক্ষামন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, "পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল কলেজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।" উল্লেখ্য, পঞ্জাবের ৬টি শহর পাকিস্তানের সীমান্ত বরাবর অবস্থিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার এই ঘোষণার পর থেকে কেটে গিয়েছে প্রায় চারদিন। এখনও তালা ঝুলছে পঞ্জাবের স্কুলে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা জানায়নি প্রশাসন। যদিও, জম্মু কাশ্মীরে মঙ্গলবার থেকে খুলে গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের দরজা। সকাল থেকেই স্কুল কলেজমুখী ছাত্রছাত্রীরা।
স্কুলকলেজে ঝুলছে তালা, আতঙ্ক কাটিয়ে কবে স্বাভাবিক ছন্দে ফিরবে পঞ্জাব?
Punjab: Schools in Amritsar, Pathankot, Fazilka, Ferozepur, Tarn Taran Remain Shut As Precautionary Measure Amid India-Pakistan Tension#Punjab #IndiaPakistanTensions #Pathankot #Amritsar #PunjabSchools
— LatestLY (@latestly) May 13, 2025