প্রতীকী ছবি (Photo Credits: PTI)

দিনেদুপুরে রাজস্থানের কোটায় (Kota) ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুলের গাড়ি। আর সেই সঙ্গে ধাক্কা লাগল বোলেরোর। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ইটাওয়া এলাকায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ শিশুর। মৃত দুজনেই নাবালিকা। আহত কমপক্ষে ১০ জন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ইতিমধ্যেই চিকিৎসা চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ। তাঁরা দুর্ঘটনাগ্রস্থ ২টি গাড়িকেই বাজেয়াপ্ত করেছে।

কীভাবে দুর্ঘটনাটি ঘটল?

জানা যাচ্ছে, এদিন ১২-১৩ পড়ুয়া নিয়ে স্কুলে যাচ্ছিল গাড়িটি। মাঝরাস্তায় আচমকাই টায়ার ফেটে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। উল্টোদিক থেকে একটি গাড়ি পিকআপ ভ্যানে সজোরে ধাক্কা মারে। আর তারপরই একটি ভ্যানটি উল্টে গাড়ি রাস্তার পাশে মাঠে পড়ে যায়। গাড়ি থেকে বাচ্চাদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজে হাত লাগায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় হাসপাতালের অ্যাম্বুলেন্স আসে। তাঁরাই হতাহতদের উদ্ধার করে এমবিএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন শিক্ষামন্ত্রী

দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে চলে আসেন পড়ুয়াদের বাবা-মা। শোকস্তব্ধ মৃতদের পরিবার। খবর পেয়ে হাসপাতালে আসেন রাজ্যের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার। তিনি জানিয়েছেন, অধিকাংশ পড়ুয়াই বিপদমুক্ত। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসার যেন কোনও গাফিলতি না হয় হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্তেরও নির্দেশ দিয়েছেন পুলিশ প্রশাসনকে।