বিহারে (Bihar) নির্বাচনী তালিকা সংশোধন নিয়ে টানাপোড়েন চলছেই। নির্বাচন কমিশন বনাম বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে সংঘাত চরমে। সুপ্রিম কোর্টেও এই সংক্রান্ত মামলা চলছে। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে আদালতে কিছুটা হলেও হোঁচট খেয়েছে নির্বাচন কমিশন। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে বাদ যাওয়া ৩.৬৬ লক্ষ ভোটারের নামের তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। সেই সঙ্গে বাদ যাওয়া ভোটারদের সবরকম আইনি সহায়তা প্রদান করা হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত।
বাদ যাওয়া ভোটারদের নাম উল্লেখ নেই কোথাও
এদিন আদালতে সওয়াল জবাব চলাকালিন বিচারপতি সূর্যকান্ত প্রশ্ন করেন, যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের নামের তালিকা স্থানীয় সরকারি দফতরে প্রকাশিত করার দরকার। কিন্তু তা করা হয়নি। এমনকী যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের বা তাঁদের পরিবারকেও কোনওরকমভাবে জানানো হয়নি। এই নিয়ে মামলকারীর আইনজীবী অভিষেক মনু সিঙভির দাবি, ৬০ লক্ষের নাম বাদ গিয়েছে, তাঁদের নাম কমিশনের ওয়েবসাইটেও উল্লেখ নেই।
বিহারে বিধানসভা নির্বাচন
এই বিষয়ে আদালত স্পষ্ট জানিয়েছে, আগামী ১ সপ্তাহের মধ্যে এই তালিকা প্রকাশ করতে হবে এবং এই সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট কমিশনকে পেশও করতে হবে। আগামী কয়েকমাসের মধ্যেই বিহারে বিধানসভা নির্বাচন। ছটপুজোর পরই নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করতে পারে কমিশন। তার আগে এসআইআর নিয়ে আদালত কী রায় দেয়, এখন সেটাই দেখার।