Photo Credits: Wikimedia Commons & Pixabay

নয়াদিল্লি: গুগুলের (Google) বিরুদ্ধে প্রতিযোগী সার্চ ইঞ্জিনগুলির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক আচরণের (anti-competitive practices) অভিযোগ ছিল। প্রতিযোগীদের রাস্তা থেকে সরাতে তারা বিভিন্ন পন্থা অবলম্বন করছে বলে অভিযোগ জমা পড়েছিল ভারতে এই বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার (Competition Commission of India) কাছে। তার ভিত্তিতে তদন্ত করে পৃথিবীর বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগুল-কে ১ হাজার ৩৩৭.৭৬ কোটি টাকা জরিমানা (penalty) করেছিল কমিশন।

তার বিরুদ্ধে স্থগিতাদেশ (stay) চেয়ে জাতীয় কোম্পানি আইন আপিল ট্রাইব্যুনালে (National Company Law Appellate Tribunal) আবেদন জানায় গুগুল। কিন্তু, তা শুনতে অস্বীকার করে ট্রাইব্যুনাল। তারপরই ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয় সংস্থার তরফে। আগামী ১৬ জানুয়ারি সেই আবেদনের (appeal) ভিত্তিতে শুনানি (hearing) করতে সম্মতি (agrees) দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরও পড়ুন: Government Issues Quality Standard: ভারতবর্ষের ইলেকট্রনিক দুনিয়ায় নয়া মোড়, ডিভাইসের মান বেঁধে দিল ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস