State Bank of India Logo (Photo Credit: U20 India/ X)

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলতি আর্থিক বছরে সারা দেশে ৩০০ টি নতুন শাখা খোলার পরিকল্পনা করছে। বর্তমানে সারা দেশে এসবিআইয়ের ২২ হাজার ৪০৫টি শাখা এবং ২৩৫টি বিদেশী শাখা ও অফিস রয়েছে। এসবিআইয়ের চেয়ারম্যান দীনেশ খারা বলেন, "আমরা আমাদের ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণের চেষ্টা করছি। এসবিআইয়ের চেয়ারম্যান বিশ্লেষকদের সঙ্গে সাম্প্রতিক আলাপচারিতায় বলেন, "ফিজিক্যাল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে চলতি আর্থিক বছরে প্রায় ৩০০ টি শাখা যুক্ত করতে চায়। এছাড়া, ব্যাঙ্ক আরও বিজনেস করেসপন্ডেন্ট রাখার কথা ভাবা হচ্ছে। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে এসবিআই-এর সর্বোচ্চ ত্রৈমাসিক মুনাফা হয়েছে ১৬ হাজার ৮৮৪ কোটি টাকা, যা নন-পারফর্মিং অ্যাসেট, উচ্চ তর ঋণ বৃদ্ধি এবং উচ্চ সুদের হারের কারণে পরিচালিত হয়েছে। আগের বছরের একই প্রান্তিকে এর নিট মুনাফা ছিল ৬ হাজার ৬৮ কোটি টাকা। Nehru Memorial Renamed: বদলে গেল নেহেরু মেমোরিয়ালের নাম, এখন থেকে পরিচিত হবে পিএম মিউজিয়াম এবং লাইব্রেরি নামে

এসবিআইয়ের চেয়ারম্যান দীনেশ খারা বলেন, 'আমরা গ্রাহকদের কী প্রয়োজন তা বুঝতে পেরেছি এবং সেই অনুযায়ী সরবরাহ করতে চাইছি যা আমাদের আরও ভাল পরিষেবা দিতে সহায়তা করবে।' তিনি আরও যোগ করে বলেন, চলতি অর্থবর্ষে ব্যাংকের নেট ইন্টারেস্ট মার্জিন (এনআইএম) হবে প্রায় ৩.৫ শতাংশ।এসবিআইয়ের ম্যানেজিং ডিরেক্টর (রিটেইল বিজনেস অ্যান্ড অপারেশনস) অলোক কুমার চৌধুরি বলেন, "এই ধরনের পদচিহ্নের সাথে আমরা বেশি আগ্রহী বিদ্যমান ফ্র্যাঞ্চাইজিগুলির সাথে সম্পর্ক গভীর করা।"