মুম্বই, ১ মার্চ: গৃহঋণে (Home Loan) সুদের হার কমল বেশ কিছুটা। করোনাভাইরাস, লকডাউন সব মিলিয়ে যখন দেশের অবস্থা ভয়াবহ। ঠিক তখনই খুশির খবর শোনাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ৭০ শতাংশ বেসিস পয়েন্ট কমিয়ে সুদের হার ধার্য করা হল ৬.৭ শতাংশ। আরও পড়ুন: WB Assembly Elections 2021: তৃণমূলের প্রার্থী ঘোষণা আজ, শহরের পাঁচতারা হোটেল প্রার্থী তালিকা তৈরিতে ব্যস্ত পদ্ম শিবির
আগামী ৩১ মার্চ থেকে লাগু হতে চলেছে এই নয়া নিয়ম। ৩১ মার্চ থেকেই এই গৃহঋণে এই সুদের হার সংক্রান্ত নয়া নিয়ম লাগু হচ্ছে। এতে দেশের হাজার হাজার ব্যাঙ্কঋণগ্রহীতা, বিশেষ করে গৃহঋণ গ্রাহকরা, খানিকটা স্বস্তির নিশ্বাস ফেলতে পারবেন৷ ঋণে সুদের হার কমলে, প্রতি মাসে কম ইএমআই দিতে হবে।
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, যেসমস্ত গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্বচ্ছতা রয়েছে এবং টাকা পেমেন্ট সক্রান্ত ইস্যুতে কোনও কারচুপি নেই, তাদের সঙ্গে সম্পর্ক ভাল করার উদ্দেশে আরও বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে এসবিআই। ৭৫ লাখ পর্যন্ত যদি কেউ গৃহঋণ নেন তাহলে ৬.৭ শতাংশ সুদের হার হবে এবং ৭৫ লাখের উপর যদি কেউ গৃহঋণ নেন তাহলে ৬.৭৫ শতাংশ হারে সুদ দিতে হবে।