কলকাতা, ১ মার্চ: আজ বিকেলেই প্রথম দুই দফার বিধানসভা ভোটের প্রাথী তালিকা ঘোষণা করতে চলছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, যদিও ২৯৪টি কেন্দ্রের প্রার্থী তালিকা তৈরি করে ফেলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কালীঘাটে ১২জনের নির্বাচন কমিটির বৈঠকের পর সেই নাম ঘোষণা হবে। এদিনের নির্বাচন কমিটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সৌগত রায় প্রমুখ। বেলা ১২টা বেজে ৩০ মিনিট নাগাদ বৈঠক বসে। কিছুক্ষণ পর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৈঠক শেষে নবান্নের উদ্দেশে রওনা দিলেও নির্বাচন কমিটির বাকি নেতৃত্বরা দীর্ঘক্ষণ বৈঠক করেন। এদিকে প্রার্থী ঘোষণার আগে গতকাল উত্তর ২৪ পরগনার বদর এলাকায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নামে দেওয়াল ঘোষণা শুরু হয়। আরও পড়ুন-West Bengal Weather Update: বাড়ছে গরম, মার্চের শুরুতে ঘেমেনেয়ে নাকাল বঙ্গবাসী
জানা গেছে, হাবরা বিধানসভা এলাকার বদরে নেহাল আলি নামের এক তৃণমূল সমর্থক জ্যোতিপ্রিয় মল্লিকের নামে দেওয়াল লিখন শুরু করেন। জানতে পেরেই ধমক দিয়েছেন মন্ত্রী। প্রার্থী ঘোষণার আগে দেওয়াল লিখন শুরু হয় মন্ত্রীর নামের উপরে পর্দা টাঙানো হয়েছে। বিষয়টি নিয়ে কটাক্ষে মেতেছে গেরুয়া শিবির। এদিকে একই দিনে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে শহরের পাঁচতারা হোটেলে বৈঠকে বসেছে পদ্মশিবির। ভোটের মুখে তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের মতো হেভিওয়েট নেতারা। ডোমজুড় থেকেই লড়াই হবে বলে ইতিমধ্যেই সরব হয়েছেন রাজীব। অন্যদিকে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সেখানকার প্রাক্তন বিধায়ক শুভেন্দু। ফলে, শুভেন্দু-রাজীবদের মতো হেভিওয়েট রাজনৈতিক নেতাদের সামনে এনে একুশের ভোটযুদ্ধে BJP লড়তে পারে বলেই ধারণা পর্যবেক্ষক মহলের একাংশের।
টলি তারকারা ঝাঁক বেঁধে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন সম্প্রতি। বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের প্রার্থী হিসেবে টলি তারকাদের দেখতে পাওয়াটা একেবারেই বিস্ময়ের হবে না। তবে একুশের নির্বাচনে বাংলায় 'আসল পরিবর্তন' আসবে বলে সোচ্চার হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন অমিত শাহ-সহ পদ্মশিবির। এই প্রেক্ষিতে BJP-র প্রার্থীতালিকা নিয়ে নজর রয়েছে রাজনৈতিক মহলের।