SBI Recruitment 2023: স্টেট ব্যাঙ্কে একাধিক শূন্য পদে নিয়োগ, কারা আবেদন করতে পারবেন জানুন
STATE BANK OF INDIA (Photo Credits: FaceBook)

অবসরপ্রাপ্ত সেনাবাহিনী কর্মী বা প্রাক্তন অফিসারদের জন্যে ব্যাপক চাকরির সুযোগ এনেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। একাধিক শূন্য পদে নিয়োগের জন্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এসবিআই-এর তরফে (SBI Recruitment 2023)। পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে যোগ্য প্রার্থীদের। চাকরি প্রার্থীরা সরাসরি স্টেট ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in থেকে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ১০৭ই পদে কর্মী নিয়োগ হবে। তাঁদের মধ্যে ৮৯টি পদ ক্ল্যারিকল ক্যাডারে কন্ট্রোল রুম অপারেটরের জন্যে। ১৮টি পদ প্রাক্তন সেনাকর্মীদের (Armourers) জন্যে। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। যা চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত।

শূন্যপদঃ ১০৭ 

নিয়োগের পদ্ধতিঃ

চাকরি প্রার্থীদের নিয়োগের জন্যে একটি লিখিত পরীক্ষা এবং একটি ইন্টারভিউ হবে। ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে ২৫ নম্বরের ইন্টারভিউ হবে। লিখিত পরীক্ষাটি হবে অনলাইনে।

বয়সসীমাঃ 

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের বয়স ২০-৪৮ এর মধ্যে হতে হবে।

কীভাবে আবেদন করবেন জানুনঃ 

  • স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ যাবেন।
  • সেখান থেকে 'Careers' অপশন এ ক্লিক করুন।
  • একটি নতুন পেজ খুলবে।
  • সেখানে 'Recruitment for the Post of Armourers and Control Room Operators'- ক্লিক করুন।
  • আপনার প্রয়োজনীয় নথি দিয়ে আবেদন পত্রটি পূরণ করুন।
  • এরপর Sumbit করুন। দরকারে একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিন।

উল্লেখ্য, আবেদনের জন্যে চাকরি প্রার্থীদের কোন আবেদন ফী বা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না।