সন্তোষ বাবুর স্ত্রীকে ডেপুটি কালেক্টর পদে চাকরি দিল তেলাঙ্গানা সরকার (Photo: Telangana CMO)

হায়দরাবাদ, ২২ জুলাই: ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন (india-china) সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় জওয়ান। তাঁদের মধ্যে ছিলেন বিহার রেজিমেন্টের কমান্ডার বি সন্তোষ বাবু (Colonel Santosh Babu)। তাঁর স্ত্রীকে রাজ্য প্রশাসনের বড় পদে চাকরি দিলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও (K Chandrasekhar Rao)। সন্তোষ বাবুর স্ত্রী সন্তোষীকে (Santoshi) ডেপুটি কালেক্টর পদে নিযুক্ত করলেন তিনি। তাকে সূর্যাপেট জেলায় পোস্ট করা হবে।

মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও তাঁর সচিব স্মিতা সবরওয়ালকে সন্তোষীকে যথাযথ প্রশিক্ষণ দিতেও নির্দেশ দিয়েছেন। সন্তোষির সঙ্গে আসা পরিবারের ২০ জন সদস্যের সঙ্গে দুপুরের খাবারও খেয়েছেন তিনি। পরিবারকে আশ্বস্ত করেছেন যে সরকার সর্বদা পাশে থাকবে। আরও পড়ুন: Ram Temple: রাম মন্দিরের ভূমিপুজোয় আমন্ত্রণ পাবেন সব রাজ্যের মুখ্যমন্ত্রী

কর্নেল সন্তোষ বাবু ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার ছিলেন। চিনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে সংঘর্ষে তিনি শহিদ হন। তিনি ২০০৪ সালে কমিশন লাভ করেন। তাঁর প্রথম পোস্টিং ছিল জম্মু ও কাশ্মীরে। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে পড়াশোনা করেছিলেন। তিনি প্রথম থেকেই সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী ছিলেন। কর্নেল সন্তোষ বাবুর বাবা বি উপেন্দ্র একজন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী।