মুম্বই, ১৬ অগাস্ট: ভোটের আগে দলে মহাবিদ্রোহ করে বিজেপির হাত ধরেছিলেন এনসিপি নেতা অজিত পাওয়ার (Ajit Pawar)। শরদ পাওয়ারের (Sharad Pawar) দল দু টুকরো করার পুরস্কার হিসেবে মহারাষ্ট্রের উপমুখ্য়মন্ত্রী হয়েছে অজিত। নিজের কাকার দলীয় প্রতীক, আসল নামটাও ছিনিয়ে নিয়ে ভোটে লড়েছিলেন অজিত পাওয়ার। কিন্তু মহারাষ্ট্রের ভোটররা একেবারেই প্রত্যাখান করেন অজিত-কে। একটি মাত্র আসন ছাড়া নিজের গড় বারামতিতেও ভরাডুবি হয় অজিত পাওয়ারের। এদিকে, লোকসভা ভোটে শরদ পাওয়ারের জয়জয়কার হয়।
সামনেই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। নিজের রাজনৈতিক জীবনের অনিশ্চিয়তার কথা চিন্তা করে অজিত পাওয়ার ফের সব কিছু ছেড়ে শরদ পাওয়ারের শিবিরে ফিরতে পারেন। এমন জল্পনা ক্রমশ স্পষ্ট হচ্ছে। এই নিয়ে শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের নেতা তথা মুখপাত্র সঞ্জয় রাউত বিস্ফোরক দাবি করলেন। আরও পড়ুন-রাজস্থান, ছত্রিশগড়, রায়লসীমা এবং দক্ষিণ কর্নাটকে ভারী বৃষ্টি, আবহাওয়ার পূর্বাভাসে জানাল হাওয়া অফিস
সঞ্জয় রাউতের দাবি, "অজিত পাওয়ার এনসিপি-তে শরদ পাওয়ারের শিবিরে ফিরবেন কি না সেটা সম্পূর্ণ তাদের দলের সিদ্ধান্ত। আমি যদি আমার নিজের দলের কথা বলি, তাহলে বলব, আমাদের ছেড়ে যারা চলে গিয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে আমরা তাদের সবাইকে হারাবো। আমি শরদ পাওয়ারকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন, তখন উনি বলেছিলেন, আমি সবাইকে আমার দলে ফেরাতে পারি, নিতে পারি, শুধু অজিত পাওয়ার-কে ছাড়া।"
দেখুন ভিডিয়ো
#WATCH | On NCP-SCP Chief Sharad Pawar's response to being asked about speculations of Maharashtra Deputy CM Ajit Pawar reuniting his NCP with Sharad Pawar's NCP, Shiv Sena (UBT) leader Sanjay Raut says, "The decision to return or not is their party's (NCP's) decision. If I talk… pic.twitter.com/jcnn7MjDGM
— ANI (@ANI) August 16, 2024
বিভিন্ন ইস্যুতে মহারাষ্ট্র নির্বাচনের আগে এনডিএ-তে কোণঠাসা হচ্ছেন অজিত পাওয়ার। লাডলি বেহেনা কর্মসূচি এনে ভোটারদের মন জয়ের চেষ্টা হলেও অজিত যে আসন্ন নির্বাচনে এনডিএ-তে থেকে প্রত্যাশিত সংখ্যক আসন পাবেন না সেটা নিশ্চিত।