অমিত শাহ (Photo Credits: ANI)

শিবসেনার প্রতীক বিজেপি-র কাছে বন্ধক রাখতে দু হাজার কোটি টাকার লেনদেন করা হয়েছে বলে বিস্ফোরক দাবি করেছিলেন সাংসদ সঞ্জয় রাউত। উদ্ভব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে শিবসেনা ভেঙে মহারাষ্ট্রের মসনদে বসার পর একনাথ শিন্ডে এখন দলের প্রতীক তীর-ধনুকও পেয়ে গিয়েছেন। উদ্ধবের থেকে একনাথের সঙ্গে শিবসেনার বেশী জনপ্রতিনিধি আছে থাকার যুক্তিতে দলের প্রতীক চিহ্ন ঠাকরেদের থেকে কেড়ে শিন্ডেদেরই দিয়েছে নির্বাচন কমিশন। আর শিবসেনার সাংসদ, বিধায়ক, কাউন্সিলদের কিনতে কয়েকশো কোটি টাকা খরচ করা হয় বলে অভিযোগ করেন উদ্ভব শিবিবের শিবসেনা নেতা সঞ্জয় রাউত।

সঞ্জয় রাউত এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে কাঠগড়ায় তুললেন। রাউত বললেন, " মহারাষ্ট্র এবং মারাঠিদের কাছে সবচেয়ে বড় শত্রু হলেন অমিত শাহ।" শাহ-র ষড়যন্ত্রেই সব কিছু হচ্ছে বলে অভিযোগ তাঁর। দলীয় মুখপত্র সামনা-য় সঞ্জয় রাউত লেখেন, হাজার কোটি টাকা খরচ করা হয়েছে।

শিবসেনা ভাঙার কাজে। শিবসেনা হল মহারাষ্ট্রের আত্ম-মর্যাদা ও সম্মান। মহারাষ্ট্রের আত্ম-মর্যাদা থেকে শিবসেনা প্রতিষ্ঠা করেছিলেন বালাসাহেব ঠাকরে।  তা এখন চ্যালেঞ্জের মুখে। মহারাষ্ট্রের মানুষ সব কিছুর জবাব দেবে। অমিত শাহ হলেন মহারাষ্ট্র ও মারাঠিদের সবচেয়ে বড় শত্র।

দেখুন টুইট

এর আগে উদ্ধব ঠাকরে বলেছিলেন, বালা সাহাবকে ভয় পেয়েই নরেন্দ্র মোদী শিবসেনা ভাঙার কাজ করেছেন।