আরিয়ান খান মাদক মামলায় সিবিআইয়ের চার্জসিটে নাম এসেছে মুম্বাই জোনের নারকোটিক্স প্রধান সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। জমা দেওয়া সেই চার্জিসিটে সিবিআই জানিয়েছে, নিজের বেশ কিছু বিদেশ যাত্রা এবং দামি ঘড়ির ব্যাপারে তথ্য লুকিয়েছিলেন সমীর ওয়াংখেড়ে।
আরিয়ান খান মাদক মামলায় শুক্রবার ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে সিবিআই। যাদের মধ্যে অন্যতম হলেন সমীর ওয়াংখেড়ে। এর পাশাপাশি বিশ্ববিজয় সিং তৎকালীন এনসিবি সুপারিনটেডেন্ট, আশিষ রঞ্জন তৎকালীন ইন্টেলিজেন্স অফিসার, কে পি গোসাভি, সানভেলি ডিসুজা সহ আরও অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা হয় মামলা।
ড্রাগ মামলায় একটি পরিবারের কাছ থেকে ২৫ কোটি টাকার বিনিময়ে অভিযোগ থেকে মুক্ত করে দেওয়ার অভিযোগের বিষয় উঠে এসেছে। এছাড়া ৫০ লক্ষ টাকা ঘুষ চাওয়ারও অভিযোগ উঠেছে এই আধিকারীকদের বিরুদ্ধে।
#CBI has alleged in its FIR filed against former #Mumbai Zone Narcotics Control Bureau head #SameerWankhede in the #AryanKhan drug seizure case, that Sameer Wankhede concealed information regarding his foreign trips and buying expensive watches. pic.twitter.com/zidMGSk3sU
— IANS (@ians_india) May 15, 2023