Sadhvi Prem Baisa Viral Video (Photo Credits: X)

Sadhvi Prem Baisa Viral Video: সাধ্বী প্রেম বাইসার যে অশ্লীল ভিডিয়ো (Obscene Video) ছড়ানো হয়েছে, তা তাঁকে বদনাম করতে। সনাতন ধর্ম এবং সংস্কৃতিকে বদনাম করতেই তাঁর অশ্লীল ভিডিয়ো ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছে। ভিডিয়ো ভাইরাল হতেই এমন দাবি করলেন জনপ্রিয় ভাগবৎ পাঠ সাধিকা সাধ্বী প্রেম বাইসা। সনাতন সংস্কৃতিকে অপমান করতেই ওই ধরনের অশ্লীল ভিডিয়ো (Sadhvi Prem Baisa Viral Video) ছড়ানো হয়েছে বলে মন্তব্য করেন প্রেম বাইসা।

সম্প্রতি সাধ্বী প্রেম বাইসার একটি ভিডিয়ো অনলাইনে ভাইরাল হয়। যেখানে দেখা যায়, সাধ্বী প্রেম বাইসা একটি ঘরে খাটের শুয়ে রয়েছেন। প্রথমে তাঁর কাছে এক মহিলা যান। এরপর ওই মহিলার হাজিরাতেই আরও একজন ব্যক্তি প্রেম বাইসার ঘরে প্রবেশ করেন। তাঁকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন জনপ্রিয় ভাগবৎ পাঠ সাধিকা। এরপর ছুটে গিয়ে তিনি ওই ব্যক্তির গলা জড়িয়ে ধরেন। নিজের কাছে টেনে নেন। এরপর সাধ্বী বাইসার কোমর ছাড়িয়ে ওই ব্যক্তির হাত ক্রমশ শরীরের নীচের দিকে যেতে শুরু করে। সাধ্বী প্রেম বাইসার সঙ্গে ওই ব্যক্তি কে, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। প্রেম বাইসার অশ্লীল ভিডিয়ো নিয়েও শুরু হয় জোর চর্চা।

এরপরই ভিডিয়োটি নিয়ে মুখে খোলেন সাধ্বী প্রেম বাইসা। তিনি দাবি করেন, তাঁকে বদনাম করতে যেমন অশ্লীল ভিডিয়ো ইন্টারনেটে ছাড়া হচ্ছে। তেমনি সনাতন সংস্কৃতির মান, মর্যাদাও এতে ক্ষুন্ন হচ্ছে। ফলে ইচ্ছাকৃতভাবে তাঁর অশ্লীল ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করেন সাধ্বী প্রেম বাইসা।

জানা যাচ্ছে, যে ব্যক্তির সঙ্গে সাধ্বী প্রেম বাইসা ছিলেন, তিনি ভীরামপুরি মহারাজ। তাঁর সঙ্গে বাইসার নাম জড়িয়ে অশ্লীল ভিডিয়ো ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন সাধ্বী।

পাশাপাশি সাধ্বী প্রেম বাইসা বলেন, তাঁর ঘরে যে ব্যক্তি ছিলেন, তিনি তাঁর বাবা। জন্মদাতাকে দেখে তাঁর গলা জড়িয়ে ধরেন বলে জানান সাধ্বী প্রেম বাইসা। তবে ওই ভিডিয়ো এডিট করে অশ্লীলতা ছড়ানো হচ্ছে। তাঁকে বদনাম করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন সাধ্বী প্রেম বাইসা। যার জেরে তিনি পুলিশের দ্বারস্থও হয়েছেন বলে জানান।

আরও পড়ুন: Sadhvi Prem Baisa Viral Video: 'বাবার গলা জড়িয়েছি', পালটা প্রশ্ন, 'আপনার নিতম্বে কেন হাত দিলেন?' জনপ্রিয় ভাগবৎ পাঠ সাধিকা সাধ্বী বাইসার ভাইরাল ভিডিয়ো নিয়ে তোলপাড়, অভিযোগ দায়ের

শুনুন কী বললেন সাধ্বী প্রেম বাইসা...

 

 

 

View this post on Instagram

 

সাধ্বী প্রেম বাইসার যে অশ্লীল ভিডিয়ো ভাইরাল হয়, সেখানে তাঁকে এক ব্যক্তির গলা জড়িয়ে ধরতে দেখা যায়। ওই ব্যক্তিকে বাইসাকে কাছে টেনে নেন মুহূর্তে। দেখুন সেই ভিডিয়ো যা নিয়ে বিতর্ক অব্যাহত...