দিল্লি, ২২ মে: জঙ্গিদের (Terrorist) কোনওভাবে ছাড়া হবে না। সন্ত্রাসবাদীরা যদি পাকিস্তানে (Pakistan) লুকিয়ে থাকে, তাহলে খুঁজে বের করে তাদের ধ্বংস করা হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চলবে। জঙ্গিদের সঙ্গে কোনও আপোষ করা হবে না। জঙ্গিরা যেখানেই থাকবে, তাদের খুঁজে বের করে শেষ করা হবে বলে স্পষ্ট জানান বিদেশমন্ত্রী এস জযশঙ্কর (S Jaishankar)। তিনি আরও বলেন, ২২ এপ্রিল পহেলগামের (Pahalgam Terror Attack) মত কোনও ঘটনা যদি আবার ঘটে, তাহলে জঙ্গিদের নিকেশ করা হবে। ভারত কোনওভাবে সন্ত্রাসবাদকে বরদাস্ত করবে না বলে স্পষ্ট জানা বিদেশমন্ত্রী।
জয়শঙ্করের কথায়, অপারেশন সিঁদূর (Operation Sindoor) স্থগিত করা হয়েছে। তাই বলে অপারেশন শেষ হয়নি। সেনা অভিযান শুধুমাত্র বন্ধ হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে ভারতের লড়াই শেষ হয়নি। তাই ভারতের দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করলে, কাউকে রেয়াত করা হবে না বলেও পাকিস্তান এবং তাদের মদতপুষ্ট জঙ্গিদের স্পষ্ট বার্তা দেন ভারতের বিদেশমন্ত্রী।
জয়শঙ্কর আরও বলেন, গত ২২ এপ্রিল নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে জঙ্গিরা। পরিবারের সামনে তাঁদের প্রিয়জনকে হত্যা করেছে। ২৬ জনকে পরপর হত্যা করে জম্মু কাশ্মীরের পর্যটনে চরম আঘাত করেছে। কাশ্মীরের মানুষের রোজগার বন্ধ করার চেষ্টা চলেছে। দ্বিতীয়বার জঙ্গিরা এই ভুল করলে, যেখানেই তারা থাকুক না কেন খুঁজে বের করে তাদের ধ্বংস করা হবে বলে স্পষ্ট জানিয়ে দেন জয়শঙ্কর।
২২ এপ্রিল পহেলগামের বৈসরণ ভ্যালিতে নৃশংস হামলা চালায় লস্কর জঙ্গিরা। পরপর ২৬ জনকে হত্যা করা হয়। পহেলগাম হামলার বদলা নিতে শুরু হয় অপারেশন সিঁদূর। যে অভিযান পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় ভারত। অপারেশন সিঁদূরের আঘাতে ১০০ জনের বেশি জঙ্গি নিহত হয়েছে বলে জানা যায়।