Volodymyr Zelenskyy, Narendra Modi (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৭ মার্চ: ইউক্রেনের (Ukraine) প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই জানা যাচ্ছে সরকারি সূত্রের মাধ্যমে। সোমবার জেলেনস্কির (Volodymyr Zelenskyy) সঙ্গে কথা বলেন মোদী (Narendra Modi)। প্রায় ৩৫ মিনিট ধরে দুই নেতার মধ্যে কথোপকথন হয়। ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা হয় মোদীর। বর্তমান পরিস্থিতির মধ্যেও ইউক্রেন যেভাবে রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, তার প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী।

 

২৬ ফেরব্রুয়ারি ইউক্রেনের (Ukraine) প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একবার কথা হয় ভারতের প্রধানমন্ত্রীর। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে দুই দেশের রাষ্ট্র প্রধানের সঙ্গ কথা হয়। রাষ্ট্রসংঘে ভারত যাতে ইউক্রেনকে সমর্থন করে, সে বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর সাহায্য চান ইউক্রেনের প্রেসিডেন্ট।

আরও পড়ুন: Russia-Ukraine War: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আজ পুতিন, জেলেনস্কির সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ইউক্রেনের পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২৪ ফেব্রুয়ারি এবং ২ মার্চ পরপর দুদিন পুতিনের সঙ্গে কথা হয় মোদীর।