অনলাইনে আর্থিক লেনদেন (Photo Credits: ANI)

মুম্বই, ৯ অক্টোবর: ডিসেম্বর মাস থেকে আরটিজিএস (RTGS) দিয়েই করা যাবে বড় অঙ্কের টাকা ট্রান্সফার। তাও আবার ২৪ ঘণ্টা, শুক্রবার এই ঘোষণাই করল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। আর ব্যাঙ্ক খোলা বা বন্ধের ওপর নির্ভর করতে হবে না৷ আরবিআই-এর গর্ভনর শক্তিকান্ত দাস জানিয়েছেন, RTGS এর মাধ্যমে ফান্ড ট্রান্সফারের পরিষেবা ডিসেম্বর মাস থেকে ২৪ ঘণ্টা মিলবে৷ আরটিজিএস অনুযায়ী, ন্যূনতম ট্রান্সফার অ্যামাউন্ট ২ লক্ষ টাকা ৷ এর আগে গত বছর থেকেই NEFT পরিষেবা ২৪ ঘণ্টা করে দেওয়া হয়েছিল ৷

RTGS কী?

আরও পড়ুন, আরও একটি দুর্নীতির মামলায় জামিন পেলেন লালু প্রসাদ যাদব, এখনও থাকতে হবে জেলেই

RTGS-র মাধ্যমে সবথেকে দ্রুত অর্থ লেনদেন করা সম্ভব ৷ RTGS এর মাধ্যমে ২ লক্ষ বা তার বেশি টাকা ট্রান্সফার করা যায় ৷ তবে এর জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ লেনদেন করতে হয় ৷ সম্প্রতি RTGS ট্রান্সফারের সময় দেড় ঘণ্টা করে বাড়ানো হয়েছিল ৷ গত বছর বিকেল ৪:৩০ থেকে বাড়িয়ে ৬:০০ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷

RTGS ছাড়াও NEFT, IMPS-র মাধ্যমেও অর্থ ল;লেনদেন করা যায় ৷ তবে অতিরিক্ত চার্জ দিতে হয় ৷ NEFT-তে টাকা রিয়েল টাইমে ট্রান্সফার হয় না ৷ এর জন্য বেশ কিছুটা সময় লাগে ৷ RTGS-এ অবশ্য টাকা রিয়েল টাইমে ট্রান্সফার হয়ে যায়৷ ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সহজেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেন করা সম্ভব ৷ এবার সারাদিনই টাকা লেনদেন করা যাবে। তবে সময় অনুযায়ী আরটিজিএস চার্জ নির্ভর করে- সকাল ৮টা থেকে ১১ পর্যন্ত কোনও চার্জ লাগে না ৷ ১১টা থেকে ১টা পর্যন্ত ২ টাকা চার্জ ৷ ১টা থেকে ৬টা পর্যন্ত ৫টাকা ৷ ৬টা পর থেকে ১০ টাকা চার্জ লাগবে৷