নয়াদিল্লি: জন্মলগ্ন থেকেই অখণ্ড ভারতের (Akhand Bharat) দাবিতে সরব থেকেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)। বিভিন্ন সময়ে নানা চড়াই-উৎরাইয়ের মধ্যে দিয়ে গেলেও নিজেদের তৈরি মানচিত্র বদলায়নি। বিভিন্ন সময়ে আরএসএসের দায়িত্বপ্রাপ্তরা প্রকাশ্যেই নিজেদের মনোভাবের কথা সামনে এনেছেন।
এখন যখন ইন্ডিয়া-ভারত নাম বিতর্কে গোটা দেশ সরগরম তখন ফের একবার মহারাষ্ট্রের (Maharashtra) নাগপুর (Nagpur) থেকে অখণ্ড ভারতের পক্ষে মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)।
শুধু ভারত নিয়েই চারিদিকে যখন এত বিতর্ক হচ্ছে তখন অখণ্ড ভারতের পক্ষে সওয়াল করেন ভাগবত বলেন, "ভারত থেকে যখন যাঁরা আলাদা হয়ে গেছেন (separated) তাঁরা অনুভব (feel) করছেন যে ভুল (mistake) হয়ে গেছে। ভারত (Bharat) হওয়া মানে ভারতের স্বভাবকে স্বীকার করা।" আরও পড়ুন: PM Modi: জি ২০ দুয়ারে! ASEAN-India ও East Asia সামিটের জন্য জাকার্তা গেলেন মোদি
দেখুন ভিডিয়ো:
#WATCH | Nagpur, Maharashtra: On 'Akhand Bharat', RSS chief Mohan Bhagwat says, "...Those who separated from Bharat feel they have made a mistake...Bharat hona yani Bharat ke swabhav ko svikar karna..." pic.twitter.com/zc7kj1KU4Q
— ANI (@ANI) September 6, 2023