রাহুল গান্ধি (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৬ মে: সরাসরি কৃষকদের হাতে নগদ অর্থ দেওয়ার পক্ষে ফের সওয়াল করলেন রাহুল গান্ধি (Rahul Gandhi)। নরেন্দ্র মোদি সরকারের ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ (Economic Package) পুনর্বিবেচনারও দাবি জানালেন কংগ্রেস নেতা। তাঁর দাবি, যে প্যাকেজ ঘোষিত হয়েছে তাতে সাধারণ মানুষ সরাসরি কোনও সুবিধা পাচ্ছে না। প্রাক্তন কংগ্রেস সভাপতি আজ সাংবাদিক বৈঠকে কেন্দ্রের আর্থিক প্যাকেজ নিয়ে বলেন, আর্থিক প্যাকেজ লোন দেওয়ায় সীমাবন্ধ থাকলে হবে না, কৃষক ও ঘরমুখী শ্রমিকদের সরাসরি আর্থিক সহায়তা দিতে হবে। কৃষকদের হাতে সরাসরি টাকা দিতে হবে। কারণ তাঁরাই দেশের ভবিষ্যত।"

রাহুল বলেন, "সময়ের প্রয়োজন হল লোকজনের পকেটে সরাসরি টাকা দেওয়া এবং এই মুহুর্তে তাদের ঋণের প্রয়োজন নেই। যখন শিশুদের আঘাত হয়, মা তাদের ঋণ দেয় না। তাদের সরাসরি ত্রাণ দেয়। এখন ঋণের প্রয়োজন নেই, টাকা জনগণের পকেটে দেওয়া উচিত।" রেটিং সংস্থাগুলির আর্থিক বৃ্দ্ধির হার কমানোর পূর্বভাসের হুঁশিয়ারি প্রসঙ্গে মোদিকে ‘বিদেশ (রেটিং এজেন্সি) নয়, ভারতের হৃদয়ের দিকে’ নজর দিতে আবেদন করেন রাহুল। বলেন, আমরা এখন কৃষক, শিল্প-বাণিজ্যকে সাহায্য না করে অর্থনীতি চলবে না। আরও পড়ুন: Uttar Pradesh Road Accident: উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃতদের মধ্যে বাংলার ৫ শ্রমিক

লকডাউন উঠলে দেশের অর্থনীতির দিশা কী হবে তা জানতে নামী বিশেষজ্ঞদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন রাহুল গান্ধি। রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন তিনি। রাহুলের সঙ্গে কথা বলার সময় অভিজিৎবাবু গরিবকে সরাসরি টাকা দেওয়ার কথা বলেন। প্রয়োজনে টকা ছাপিয়ে দেওয়ার কথাও বলেন।