প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ চুরি (Theft) করতে এসে লোকসান। লুট করতে এসে দামী বাইক (Bike) রেখে পালাল চোরেরা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। জানা গিয়েছে, ব্যবসায়ীদের টাকা লুট করতে এসেছিল তিনজন দুষ্কৃতী। মোটরসাইকেলে চেপে চুরি করতে এসেছিল তারা। টাকা লুট করে পালানোর সময় বাইক রেখে চম্পট দেয় তারা। ঘটনাটি ঘটেছে, ভোপালের অযোধ্যা নগর এলাকায়। বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ বাড়ি ফিরছিলেন নীরজ নামে এক ব্যবসায়ী। স্কুটারে চেপে ৮০ হাজার টাকা নিয়ে ফিরছিলেন তিনি। পথে তাঁকে অনুসরণ করে দুষ্কৃতীরা। ফাঁকা জায়গাতে তাঁর ব্যাগ ছিনিয়ে পালানোর চেষ্টা করে তারা। নীরজ নামে ওই ব্যবসায়ীর থেকে ছিনিয়ে নেওয়া হয় টাকার ব্যাগ। স্কুটার থেকে পড়ে যান নীরজ। এরপর সেখান থেকে পালানোর চেষ্টা করলে মোটর সাইকেল স্টার্ট না হওয়ায় বিপদে পড়ে দুষ্কৃতীরা। শেষমেশ ২ লক্ষ টাকার মোটরসাইকেল রেখে পালাতে বাধ্য হয় তারা। এরপরই পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করে। জানা গিয়েছে, মোটর সাইকেলটির আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ টাকা। বাইকটির রেজিস্ট্রেশন খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

 চুরি করতে এসে লোকসান, ২ লক্ষ টাকার মোটরসাইকেল রেখে পালাল দুষ্কৃতীরা