মদ্যপ অবস্থায় রাস্তায় নিয়ে বেরিয়েছিলেন কোটি টাকার গয়না ও নগদ টাকা। সেই অবস্থায় ধাবার গিয়ে খাবার খেয়ে সেখানেই শুয়ে পড়েছিলেন এক ব্যক্তি। তবে নেশা কাটতেই চোখ খুলতে হতবাক হয়ে যান। সর্বস্ব খোওয়া গিয়েছে তা বুঝতে পেরেই থানায় যান ওই ব্যক্তি। অভিযোগ দায়ের ৪৮ ঘন্টার মধ্যেই লুট হয়ে যাও সোনা, রুপোর গয়না ও নগদ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। গত মঙ্গল ও বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে (Bhopal) নিশাথপুরা থানা এলাকায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

নিখোঁজ ১ অভিযুক্ত

জানা যাচ্ছে, গত ৭ অক্টোবর মধ্যরাতে একটি ব্যাগ নিয়ে নিশাথপুরা এলাকার একটি ধাবায় খেতে যান রামবাবু রাঠোর। সেই সময় তিনি পুরোপুরি মদ্যপ অবস্থায় ছিলেন। আর খেতে খেতেই থাবায় শুয়ে পড়ে সে। সকালে ঘুম খেকে ওঠার পর সে দেখে তাঁর সঙ্গে থাকা ব্যাগটি ঘায়েব। তারপরেই পুলিশের দারস্থ হয় সে। ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার ২ অভিযুক্তকে গ্রেফতার করলেও নিখোঁজ রয়েছে তৃতীয়জন। তাঁর খোঁজে চলছে তল্লাশি অভিযান।

উদ্ধার ৬ কোটি টাকা গয়না

পুলিশসূত্রে খবর, লুট হওয়া ৩ কিলো সোনা ও ৭০০-৮০০ গ্রাম রুপোর পুরোটাই উদ্ধার হয়েছে। তবে কিছু টাকা তৃতীয় ব্যক্তির কাছে রয়েছে। তাঁর খোঁজ ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। জানা যাচ্ছে এখনও পর্যন্ত ৬ কোটি ৪৫ লক্ষ ৭০ হাজার টাকার গয়না উদ্ধার হয়েছে। যার মধ্যে লক্ষাধিক টাকাও রয়েছে।