প্রথম দফার নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির ছবি বিহারের (Bihar) বিভিন্ন বিধানসভা কেন্দ্রেই দেখা গেছে। কোথাও রিগিংয়ের অভিযোগ উঠেছে, কোথাও আবার বিদ্যুত পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, এমন অভিযোগও তুলেছে আরজেডি নেতৃত্ব। এরমধ্যেই বিহারের উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহাকে ঘিরে প্রতিবাদ দেখালেন এলাকাবাসীরা। বৃহস্পতিবার লখীসরাইতে ভোট দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় ইট, পাথর, চটি, গোবর। তাঁর গাড়িতেও ছোড়া হয়েছে গোবর, কাঁদা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় ভোটকেন্দ্রের বাইরের এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ বাহিনী যায়। তাঁদের চেষ্টায় কয়েকঘন্টার মধ্যে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরজেডির বিরুদ্ধেই অভিযোগের আঙুল বিজয় সিনহার
এই ঘটনার জন্য সরাসরি আরজেডিকেই দায়ী করেছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী। বিজয় সিনহা বলেন, এরা সব আরজেডির গুন্ডা। এনডিএ ক্ষমতায় আসার পর এদের বুকের ওপর বুলডোজার চালানো হবে। এই গুন্ডারা গ্রামে যেতে দিচ্ছে না। এর থেকে পরিস্কার যে আরজেডি, কংগ্রেস ভয় পেয়ে এসব করছে। বিজয় সিনহা এখান থেকেই জিতবে এটা ওরা বুঝতে পেরেছে তাই এভাবে হামলা করছে। ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে। আমি প্রতিবাদ করায় আমার ওপর হামলা করা হচ্ছে।
পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার ভিডিয়োতে দেখা যাচ্ছে আরজেডি সমর্থকরা বিজয়ের কনভয় ঘিরে ধরে মুর্দাবাদ শ্লোগান দিচ্ছে। যদিও এই হামলায় আহত হননি বিজেপি প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে এই ঘটনার সক্রিয় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। হামলাকারীদের চিহ্নিত করে পুলিশকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।