সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে আবারও রাজ্যের বিভিন্ন এলাকায় মাথাচাড়া দিয়ে উঠেছে দুষ্কৃতি রাজ। মাসখানেক আগে কয়লা সরবরাহের টেন্ডার বিরোধের জেরে আরজেডির এক নেতাকে (RJD Leader Murder Case) প্রকাশ্যে খুন করা হয়েছিল। গত ২৬ মে খুন করা হয় আরজেডি লেবার সেলের সভাপতি অর্জুন যাদবকে। পুলিশ বিহারের বক্সারে চৌসা পাওয়াল প্ল্যান্টের এলাকা থেকে তাঁর দেহ উ্দ্ধার করে। ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এখনও পলাতক রয়েছে ৩ অভিযুক্ত। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।
পাওয়ার প্ল্যান্টের গেটের সামনে চলে গুলি
ঘটনার দিন সকালে পাওয়ার প্ল্যান্টের গেটের সামনে অজ্ঞাত পরিচয়ের একদল দুষ্কৃতি বাইকে করে এসে অর্জুনকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করে প্রথমে বক্সার সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি ঘটলে বারানসীতে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। যদিও এই ঘটনার পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছিল নাকি ব্যবসায়িক রেশারেশির কারণে অর্জুনকে খুন করা হয়, সেই বিষয়ে এখনও কোনও কিছু জানা যায়নি।
পাটনায় দুষ্কৃতি তাণ্ডব
ইদানিং বিহারে একের পর এক দুষ্কৃতি হামলার ঘটনা ঘটছে। গত বৃহস্পতিবার সকালেই পাটনার পোলো রোড এলাকায় তেজস্বী যাদবের বাসভবনের সামনে গুলি চালানোর ঘটনা ঘটে। একদল বাইক বাহিনী এক ব্যক্তির ওপর হামলা করে পালিয়ে যায়। এই ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে। বিহারের এই পরিস্থিতি নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী যাদব।