স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর আক্রমন শানালেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। লাল কেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন প্রসঙ্গে তিনি জানান যে এটিই নরেন্দ্র মোদীর লাল কেল্লা থেকে শেষ পতাকা উত্তোলন। নরেন্দ্র মোদীর জুমলাবাজির জেরে মানুষ এখন বিরক্ত বলে জানান তিনি।
ইন্ডিয়া জোটের অন্য়তম শরিক লালুপ্রসাদ যাদবের দল আরজেডি। ২০২৪ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের ওপর সংসদে প্রবল চাপ সৃষ্টি করেছে ইন্ডিয়া জোট। বিশেষত মণিপুরকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেই পরিস্থিতির উন্নতিতে যে মণিপুরের বিজেপি সরকার ব্যর্থ তা বোঝাতে চাইছে কংগ্রেস সহ বিরোধী দল। এই ইস্যুকে সামনে রেখেই আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করবে মহাজোট তাঁরা সেবিষয়ে কোন সন্দেহ নেই।
ইডি সিবিআইকে ব্যাবহার করে বিরোধীদের চাপের রাখার যে কৌশল নেওয়া হচ্ছে তা যে কাজে দেবে না সেকথাই হয়তো বলতে চেয়েছেন আরজেডি প্রধান।
#RJD chief #LaluPrasad claimed that Prime Minister #NarendraModi is hoisting the flag from ramparts of #RedFort for the last time as the country is miffed with his 'jumlebaji.#IndependenceDay pic.twitter.com/dptQElozxp
— IANS (@ians_india) August 15, 2023